ক্রিসমাসের ছুটিতে ঘুরে আসুন গোয়া, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রাজ্যে যাবেন কীভাবে? রইল টিপস

Published : Dec 19, 2025, 04:09 PM IST

Christmas Special Travel Tips 2025: সামনেই বড়দিন। তারপর নতুন বছর। এই সময় কাছাকাছি কোথাও ঘুরতে যেতে মন চাইছে? তাহলে পকেট যদি  সাথ দেয় বছর শেষে ঘুরে আসতে পারেন ভারতের এই ছোট্ট রাজ্য গোয়া থেকে। কীভাবে যাবেন? দেখুন ফটো গ্যালারিতে…

PREV
16
ক্রিসমাসের ছুটিতে গোয়া ভ্রমণ

সামনেই বড়দিন। আর তারপর বছর শেষ। আর নতুন বছরের শুরুটা যদি আপনি একটু অন্যরকম ভাবে উপভোগ করতে চান তাহলে প্রিয়জন অথবা পরিবারের সঙ্গে ঘুরে আসতে পারেন গোয়া থেকে। দক্ষিণ-পূশ্চিম ভারতের এই উপকূলবর্তী রাজ্যে মনোরম পরিবেশে প্রিয়জনের সঙ্গে বছর শেষে হোক কিংবা বড়দিনের ছুটি উপভোগ করতে চাইলে এর থেকে ভালো ঠিকানা আর কিছু হতে পারে না। নীল সমুদ্র, পাহাড় আর ঝরনা ঘেরা গোয়ার অপরূপ সৌন্দর্যের মাঝে আপনি হারিয়ে যেতে বাধ্য। 

26
গোয়া ঘুরতে যাওয়ার সেরা সময়

ভ্রমণপিপাসু মানুষ বা পর্যটকদের জন্য গোয়ায় ঘুরতে যাওয়ার মনোরম সময় হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস। এই সময়ে গোয়ায় থাকে মনোরম আবহাওয়া। হালকা ঠান্ডার আমেজ। নাইট পার্টি ও জলক্রীড়ার জন্য সেরা ঠিকানা হলো গোয়া। তবে এই সময় গোয়া ভ্রমণ একটু খরচ সাপেক্ষ। পকেট সাধ  দিলে ডিসেম্বরেই প্ল্যান করে নিতে পারেন গোয়া ট্যুরের। 

36
কীভাবে যাবেন

আপনি যদি একটু সস্তায় গোয়া ভ্রমণ করতে চান তাহলে বিমান বাদ দিয়ে ট্রেন ধরুন। ভারতের যে কোনও জায়গা থেকে সরাসরি ট্রেনেই পৌঁছে যাওয়া যায় গোয়া। আর আপনি যদি কলকাতা বা হাওড়া থেকে গোয়া যেতে চান ট্রেনে করে তাহলে হাওড়া থেকে সাপ্তাহিক অমরাবতী এক্সপ্রেস ধরে ভাস্কো ডা গামা বা মাদ গাও জংশন স্টেশনে নামলেই পৌঁছে যাবেন গোয়া। তবে ট্রেনে যেতে হলে অন্তত দুই মাস আগে থেকে ট্রেনের টিকিট কাটবেন। কারণ অনেকেই এই সময় গোয়া ভ্রমণে যেতে পছন্দ করেন ফলে যাত্রীচাপ বেশি থাকায় দ্রুত টিকিট ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 

46
কতদিন লাগে গোয়া যেতে?

আপনি যদি কলকাতা থেকে বিমানে করে সরাসরি গোয়া যেতে চান তাহলে মাত্র পাঁচ থেকে সাত ঘন্টায় পানাজিতে পৌঁছে যেতে পারবেন। এছাড়াও রয়েছে রেলপথ। ট্রেনে করে গোয়া যেতে চাইলে হাতে অতিরিক্ত তিনদিন সময় নিয়ে বাড়ি থেকে বেরবেন। কারণ, হাওড়া থেকে গোয়া যেতে ট্রেনে করে প্রায় সাড়ে তিন দিন লাগে। ট্রেনে করে ফিরতেও একই সময় লাগে। ফলে সেইমতো ট্রেনের টিকিট কেটে আপনার গোয়া যাওয়া এবং ভ্রমণের পরিকল্পনা করুন। 

56
কোথায় কোথায় ঘুরবেন?

অপরূপ সৌন্দর্যে ভরপুর গোয়া যতই দেখবেন ততই যেন কম পড়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গোয়ায় রয়েছে প্রচুর বিচ। এছাড়াও কেভ থেকে শুরু করে দুধসাগর, ঝরণা বা পোর্তুগীজ পাড়া কোনওটাই বাদ দেবেন না আপনার ভ্রমণ তালিকা থেকে। 

66
উত্তর বনাম দক্ষিণ গোয়ার সেরা ভ্রমণের ঠিকানা

আসুন তাহলে জেনে নিই গোয়ায় কী কী দর্শনীয় স্থান রয়েছে- বাগা, কালাঙ্গুট, আঞ্জুনা, ভ্যাগেটরের মতো বিচের জন্য পরিচিত, পার্টির জন্য দারুণ। এছাড়াও দক্ষিণ গোয়ার জনপ্রিয় ঘোরার জায়গাগুলি হলো- পালোলিম, কোলাভা, বেনাউলিমের মতো শান্ত সৈকত, বিলাসবহুল রিসর্ট ও নিরিবিলির জন্য ভালো। এবং রাজধানী পানাজি (Panjim) হলো সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য। পর্তুগিজ আমলের স্থাপত্য দেখতে চাইলে এখানে ঘুরতে যেতে পারেন। 

Read more Photos on
click me!

Recommended Stories