WB SIR News: এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষার আবহে এবার রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বাড়ল নিরাপত্তা। কী কারণে হঠাৎ এই নিরাপত্তা বৃদ্ধি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
WB SIR News: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে নিরাপত্তা বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে নিরাপত্তার দায়িত্বে এবার কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রকে বৃহস্পতিবারই চিঠি দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, শুক্রবার থেকেই রাজ্যের CEO দফতরে দ্বিতীয় ও তৃতীয় তলায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি এ দফতরের যে কোনও উচ্চপদস্থ আধিকারিক কোথাও গাড়িতে যাতায়াত করলে তাঁদের সঙ্গে যাবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, শুধু দফতরেই নয় নিরাপত্তা বাড়ানো হচ্ছে স্পেশ্যাল রোল অবজার্ভারদেরও। তাঁরা যখন এসআইআর এর হিয়ারিংয়ে জেলায় জেলায় যাবেন তখন তাঁদের নিরাপত্তার জন্য সঙ্গে থাকবেন জওয়ানরাও এমনটাই খবর।
এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশ রাজ্যে:-
অন্যদিকে, রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া অর্থাৎ এসআইআর (SIR) ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। কতজন ভোটারের নাম শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ যেতে পারে, সেই প্রশ্নেই এখন রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা ও বিতর্ক। এবার সামনে এল এসআইআর প্রক্রিয়ার ফলে পশ্চিমবঙ্গের নাম বাদের তালিকা। প্রকাশিত হল নাম বাদের তালিকা । ২০২৫ সালে এসআইআর-এর পর কাদের নাম বাদ পড়ে গেল, সেই তালিকা প্রকাশিত হল।
আপনার নাম কি বাদের তালিকায় ? আপনার আত্মীয় স্বজনের নাম আছে তো? দেখে নিন ceowestbengal.wb.gov.in/asd_sir লগ ইন করে। এখানেই দেখা যাবে বাদ যাওয়া নামের তালিকা। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে তালিকা।
নিজের নাম, আত্মীয়স্বজন, প্রতিবেশীদের নাম বাদ গেছে কিনা জানা যাচ্ছে ওয়েবসাইটে ceowestbengal.wb.gov.in/asd_sir। খসড়া ভোটার তালিকা আর কিছুক্ষণের মধ্যেই।
নির্বাচন কমিশনের নির্দেশে চালু হওয়া এসআইআর (SIR)-এর মূল লক্ষ্য হল পুরনো ও ভুল তথ্য সংশোধন করে ভোটার তালিকাকে নির্ভুল করা। এই প্রক্রিয়ায় মৃত্যু হয়েছে এমন ভোটার, একাধিক জায়গায় নাম থাকা ব্যক্তি কিংবা স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া ভোটারদের নাম যাচাই করা হচ্ছে। সেই কারণেই ব্যাপক হারে নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


