
ভূস্বর্গ কাশ্মীরের তুলনা নেই। তবে কিছুদিন আগেই কাশ্মীরে জঙ্গি হামলায় টাল মাটাল অবস্থায় আর সেখানে ঘুরতে যাওয়ার ভরসা পাচ্ছেন না পর্যটকরা। তবে মন খারাপ করে ঘরে বসে থাকবেন?
ভারতের বুকেই রয়েছে এমন কিছু গন্তব্য, যেগুলি কাশ্মীর না হলেও প্রকৃতির টানে ভরপুর। চলুন জেনে নেওয়া যাক এমন তিনটি স্বপ্নের গন্তব্য, যেখানে গিয়ে আপনি মনের আনন্দে শান্তিতে কটা দিন ঘুরে আসতে পারেন।
১। তাওয়াং, অরুণাচল প্রদেশ
শান্ত সবুজ প্রকৃতিতে মন হারাতে চাইলে পাহাড় আর মেঘের রাজ্য তাওয়াং হতে পারে আপনার পছব্দের জায়গায়। অরুণাচল প্রদেশের ছোট্ট শহর নিস্তব্ধ প্রাকৃতিক সৌন্দর্য আর সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর।
এখানে গেলে দেখতে পাবেন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মঠ তাওয়াং মনেস্ট্রি। এছাড়াও ভারত-চীন সীমান্তে অবস্থিত বুম লা পাস, তুষারাবৃত পাহাড় ঘেরা সেলা পাস ও সেলা লেক, মেচুকা ভ্যালি, বমডিলা কিংবা ইটানগর।
২। কুর্গ, কর্নাটক
দক্ষিণ ভারতের রাজ্যগুলোর মাঝে কুর্গ যেন এক টুকরো ইউরোপ! মনোরম আবহাওয়া, সবুজ পাহাড়, কুয়াশাচ্ছন্ন সকাল এবং কফির চাদরে ঢাকা কফির বাগান, পাহাড়ি ঝর্ণা আপনার মন কাড়বে।
মাদিকেরি দুর্গ, অ্যাবে জলপ্রপাত, ইরুপু জলপ্রপাত, হোন্নামানা হ্রদ এবং মাল্লালি জলপ্রপাত—এই জায়গাগুলি ঘুরে দেখতে ভুলবেন না।
৩। মুন্নার, কেরল
কাশ্মীরের মতো ঠান্ডা, সবুজ এবং পাহাড়ি পরিবেশ চাইলে মুন্নার হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। প্রকৃতির চাদরে মোড়া এক পাহাড়ি শহর মুন্নার ৫,২০০ ফুট উচ্চতায় অবস্থিত কেরলের গর্ব। সারি সারি চা বাগান, ঝরনা, মশলা বাগান এবং ঘন জঙ্গলের মাঝে মন হারাতে বেশ লাগবে।
মুন্নার থেকে ১৩ কিমি দূরে মাট্টুপেটি জলাধারে কাচের মতো স্বচ্ছ জল নৌকা বিহারের জন্য আদৰ্শ। মুন্নার যাওয়ার পথে ভালোরা জলপ্রপাত দেখতে ভুলবেন না।