একদিনের শীতের ছুটিতে পরিবার নিয়ে ঘুরে আসুন কলকাতার এই জায়গাগুলি থেকে, দেখুন এক ঝলকে

Published : Dec 19, 2025, 04:43 PM IST

Winter Special Travel Tips: ডিসেম্বর মাস মানেই মনটা খালি ঘুরতে যাই-ঘুরতে যাই করি। কিন্ত শীতের ছুটিতে কোথায় যাবেন বুঝতে পারছেন না? পরিবার নিয়ে একদিনের ছুটিতে এই শীতে বেড়িয়ে আসতে পারেন ঘরের পাশে কলকাতার এই জনপ্রিয় স্থানগুলি থেকে। দেখুন ফটো গ্যালারিতে 

PREV
15
ইকোপার্ক

সস্তায় পুষ্টিকর ভ্রমণের ঠিকানা হলো কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত নিউ টাউন ইকো পার্ক। ‘ইকো’ নামটা শুনলেই যেমন পরিবেশ বান্ধব জিনিসের কথা মনে পড়ে তেমনই পার্কের ভিতরে রয়েছে তেমনই পরিবেশ বান্ধব জিনিসপত্র। এখানে গেলে আপনি দেখতে পারবেন মিশরের পিরামিড থেকে আগ্রার তাজমহল সবকিছুই। যদিও সবই নকল। তবে একদিনের ছুটি এই শীতে মন ভালো করতে ট্রেনে-বাসে করে নিউটাউন ইকো পার্ক থেকে ঘুরে আসাই যায়। পার্কে প্রবেশের ক্ষেত্রে টিকিটের দামও বেশি না। ফলে ছেলে-মেয়েদের বার্ষিক পরীক্ষার শেষে কিংবা শীতের ছুটিতে একদিনে ঘুরে বাড়ি চলে আসা যাবে এই জায়গা থেকে। 

25
নিক্কো পার্ক

কলকাতার মধ্যে একদিনের জন্য অথবা একবেলার ভ্রমণের জন্য আরেকটি সেরা জায়গা হলো সল্টলেক করুণাময়ীর কাছে অবস্থিত নিক্কো পার্ক। বাচ্চাদের জন্য অনাবিল আনন্দ ও জলক্রীড়া করার সেরা জায়গা হলো এটি। আপনি চাইলেই এই শীতের ছুটিতে পরিবার ও বাচ্চাদের সঙ্গে নিয়ে এখান থেকে বেড়িয়ে যেতে পারেন। তবে পার্কে প্রবেশের ক্ষেত্রে এখানেও মাথাপিছু টিকিট রয়েছে। এছাড়াও জলক্রীড়া সহ অন্যান্য রাইডের জন্য রয়েছে আলাদা ভাড়া। 

35
ভারতীয় জাদুঘর

আপনি যদি ইতিহাস ভালোবাসেন। অথবা পৌরাণিক জিনিসপত্র নিয়ে চর্চা করতে পছন্দ করেন তাহলে এই শীতের ছুটিতে বা ক্রিসমাসের সময় পরিবার নিয়ে চলে যেতে পারেন কলকাতার ভারতীয় জাদুঘরে। ৫০ টাকার টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লেই পৌঁছে যাবেন ইতিহাস-ভূগোল-বিজ্ঞান ঘেরা রহস্যময় পরিবেশে। কলকাতা থেকে বাসে অথবা মেট্রো করে ময়দান স্টেশন বা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নামলেই হাঁটা পথে পৌঁছে যেতে পারবেন ভারতীয় জাদুঘরে। 

45
ভিক্টোরিয়া মেমোরিয়াল হল

ভারতের ইংরেজ শাসনের ইতিহাস। মহারাণী ভিক্টোরিয়ার শাসনকাল এবং ইংরেজদের সঙ্গে পলাশীর যুদ্ধ এইসমস্ত কিছু জানতে হলে আপনাকে ঘুরে দেখতে হবে কলকাতা ময়দানে অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এখানের ছায়া সুনিবিড় পরিবেশ যেমন আপনাকে মানসিক শান্তি দেবে তেমনই প্রিয়জনের সঙ্গে একান্তে একদিন সময় কাটাতে সাহায্য করবে। তাহলে আর দেরি কেন? ক্রিসমাসের  লম্বা ছুটিতে একদিন প্ল্যান করে বেড়িয়ে আসুন ভিক্টোরিয়া থেকে। 

55
আলিপুর চিড়িয়াখানা

 সন্তানদের পরীক্ষা শেষে হোক কিংবা বড়দিনের ছুটিতে। বন্য পশু-পাখিদের চাক্ষুস করতে ও তাদের সঙ্গে পরিচিতি গড়তে চাইলে ঘুরে আসতে পারেন আলিপুর চিড়িয়াখানা থেকে। সহজেই ট্রেন পথে  অথবা সড়কপথে কলকাতা আলিপুর জু থেকে ঘুরে আসতে পারেন। 

Read more Photos on
click me!

Recommended Stories