সস্তায় পুষ্টিকর ভ্রমণের ঠিকানা হলো কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত নিউ টাউন ইকো পার্ক। ‘ইকো’ নামটা শুনলেই যেমন পরিবেশ বান্ধব জিনিসের কথা মনে পড়ে তেমনই পার্কের ভিতরে রয়েছে তেমনই পরিবেশ বান্ধব জিনিসপত্র। এখানে গেলে আপনি দেখতে পারবেন মিশরের পিরামিড থেকে আগ্রার তাজমহল সবকিছুই। যদিও সবই নকল। তবে একদিনের ছুটি এই শীতে মন ভালো করতে ট্রেনে-বাসে করে নিউটাউন ইকো পার্ক থেকে ঘুরে আসাই যায়। পার্কে প্রবেশের ক্ষেত্রে টিকিটের দামও বেশি না। ফলে ছেলে-মেয়েদের বার্ষিক পরীক্ষার শেষে কিংবা শীতের ছুটিতে একদিনে ঘুরে বাড়ি চলে আসা যাবে এই জায়গা থেকে।