জেনে নিন কীভাবে ব্যবহার করবেন বেকিং সোডা। রইল পাঁচটি প্যাকের হদিশ। বেকিং সোডার সঙ্গে পাতিলেবুর রস, মধু, অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে বানাতে পারেন প্যাক। জেনে নিন কীভাবে ত্বক উজ্জ্বল করবেন। এবার এই সকল প্যাকের গুণে ত্বকের সকল সমস্যা দূর হবে।
রূপচর্চায় ঘরোয়া টোটকার ব্যবহার বহুদিন ধরে চলে আসছে। ত্বকের যত্ন নিতে স্ক্রাবিং, ক্লিনজিং, টোনিং, ময়েশ্চরাইজিং রোজই করে থাকেন অনেকে। এর সঙ্গে ফেসপ্যাক কিংবা ফেসমাস্ক ব্যবহার করি। ঘরোয়া উপায় তৈরি প্যাক ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হবে। ব্যবহার করতে পারেন বেকিং সোডা। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন বেকিং সোডা। রইল পাঁচটি প্যাকের হদিশ। বেকিং সোডার সঙ্গে পাতিলেবুর রস, মধু, অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে বানাতে পারেন প্যাক। জেনে নিন কীভাবে ত্বক উজ্জ্বল করবেন। এবার এই সকল প্যাকের গুণে ত্বকের সকল সমস্যা দূর হবে।
বেকিং সোডা ও লেবুর রস দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে ২ টেবিল চামচ বেকিং সোডা নিন। তাতে মেশান ২ টেবিল চামচ জল। তার সঙ্গে দিন ১ চা চামচ লেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এই প্যাক লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে ত্বক উজ্জ্বল হবে। সপ্তাহে ১ থেকে ২ দিন ব্যবহার করতে পারেন এই প্যাক।
বেকিং সোডা ও জল দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে ২ টেবিল চামচ বেকিং সোডা ও দেড় টেবিল চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন। এর পর ময়েশ্চরাইজার ব্যবহার করবেন। সপ্তাহে ১ থেকে ২ দিন ব্যবহার করতে পারেন এই প্যাক।
বেকিং সোডা ও অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে প্যাক বানাতে পারেন। ১ টেবিল চামচ বেকিং সোডা ও ১ টেবিল চামচ জল ও ১ টেবিল চাচম অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন। এই প্যাকের গুণে ত্বক উজ্জ্বল হবে।
বেকিং সোডা ও মধু দিয়ে প্যাক বানান। একটি পাত্রে ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ বেকিং সোডা ও জল দিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাকের গুণে ত্বক উজ্জ্বল হবে।
বেকিং সোডা ও অ্যালোভের মিশিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে ১ চা চামচ বেকিং সোডা ও ১ চা চামচ অ্যালোভেরা জেল দিয়ে পেস্ট বানান। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাক ত্বকে ময়েশ্চার জোগাবে। সপ্তাহে ১ থেকে ২ দিন ব্যবহার করতে পারেন এই প্যাক।
আরও পড়ুন- হাতের নখে এরকম দাগ রয়েছে? সাবধান হন! আসতে চলেছে বড় বিপদ
আরও পড়ুন- রাতে ঘুমের মধ্যে চিৎকার বা কেঁদে ফেলেন, সাবধান হোন কাটিয়ে উঠুন এই ব্যাধি