ত্বকের চার গুরুত্বপূর্ণ সমস্যা দূর হবে নারকেল তেলের গুণে, ব্যবহার করুন এই বিশেষ উপায়

ত্বক নিয়ে যাবতীয় সমস্যা সব সময় লেগে আছে। গরম, বর্ষা কিংবা ঠান্ডা- সব ঋতুতে সমস্যা আলাদা আলাদা। কখনও দেখা দেয় ব্রণ, কখনও তেলা ভাব, কখনও শুষ্ক ত্বক তো কখনও চুলকানি। ত্বকের এই সকল সমস্যা দূর করুন নারকেল তেলের গুণে। জেনে নিন এটি ত্বকের জন্য কেন উপযুক্ত।

Sayanita Chakraborty | Published : Jul 31, 2022 7:38 AM IST

ত্বক নিয়ে যাবতীয় সমস্যা সব সময় লেগে আছে। গরম, বর্ষা কিংবা ঠান্ডা- সব ঋতুতে সমস্যা আলাদা আলাদা। কখনও দেখা দেয় ব্রণ, কখনও তেলা ভাব, কখনও শুষ্ক ত্বক তো কখনও চুলকানি। ত্বকের এই সকল সমস্যা দূর করুন নারকেল তেলের গুণে। জেনে নিন এটি ত্বকের জন্য কেন উপযুক্ত। 

সূর্যরশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারে নারকেল তেল। একটি পাত্রে ১ চা চামচ নারকেল তেল নিন। তাতে মেশান ১ চা চমচ কফি। ভালো করে মিশিয়ে নিন। এবার তা মুখে লাগান। হালকা হাতে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর ধুয়ে নিন। মিলবে উপকার। 

ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ব্যবহার করতে পারেন নারকেল তেল। একটি পাত্রে ১ টেবিল চামচ নারকেল তেল নিন। তাতে মেশান ২ টেবিল চামচ মধু। মেশান পরিমাণ মতো অ্যাভোকাডো। ভালো করে মিশিয়ে পেস্ট বানান। এবার তা মুখে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে নিন। এতে ত্বক হবে উজ্জ্বল। ত্বকে ময়েশ্চারের জোগান ঘটবে। 

ফুসকুড়ির সমস্যা থাকলে তাও দূর হবে নারতেল তেলের গুণে। একটি পাত্রে ১ টেবিল চামচ নারকেল তেল নিন। এবার তাতে ২ থেতে ৩ ফোঁটা টি ট্রি অয়েল মেশান। ভালো করে মিশিয়ে নিন। এবার এই তেল দিয়ে মুখে মাশিল করুন। মিলবে উপকার। 

ব্ল্যাক হেডস দূর করতে ব্যবহার করতে পারেন নারকেল তেল। সারা বছরই ব্ল্যাক হেডসের সমস্যায় ভোগেন প্রায় সকলেই। এবার বাড়িতেই সামান্য সময় ব্যয় করে দূর করুন এই ব্ল্যাক হেডস। একটি পাত্রে ১ চা চামচ বেকিং সোডা নিন। তাতে মেশান ১ টেবিল চামচ নারকেল তেল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ব্ল্যাক হেডসের ওপর লাগান। ১০ মিনিট রাখুন। তারপর ঘষে ধুয়ে নিন। দূর হবে ব্ল্যাক হেডস।   

ত্বকের সমস্যা দূর করতে সকলেই কোনও না কোনও পদ্ধতি মেনে চলেন। কেউ বাজার চলতি প্রোডাক্ট ব্যবহার করেন তো কেউ পার্লার গিয়ে ট্রিটমেন্ট করান তো কেউ ঘরোয়া টোটকা মেনে চলেন। এবার ব্যবহার করুন নারকেল তেল। গুরুত্বপূর্ণ চারটি সমস্যা দূর হবে নারকেল তেলের গুণে। নিয়মিত ব্যবহারে উপকার পাবেন। এই টোটকা বেশ উপকারী। এবার থেকে নারকেল তেল ব্যবহার করুন এই চার উপায়।   
 

আরও পড়ুন- বিশ্ব আর্থিক মন্দায় আলো দেখাবে ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম, ব্যাখ্যায় অর্থনৈতিক বিশেষজ্ঞ সুদীপ্ত গুহ

আরও পড়ুন- চুল পড়া বন্ধ করতে বদল আনুন খাদ্যতালিকায়, এই পাঁচ খাবারের কারণে বাড়ে চুল পড়া

আরও পড়ুন- মদ্যপান করলেই ঘাম হচ্ছে কিংবা গরম লাগে? জেনে নিন অজান্তে কোন বিপদ ডেকে আনছেন

Share this article
click me!