নির্জীব ত্বক! দুধের গুণে ফেরান এবার ত্বকের জেল্লা

ত্বকের লাবণ্যতা হারাচ্ছে, শুষ্ক ত্বকের সমস্যা মেটান

দুধের গুণেই এবার বাজিমাত

বাড়িতেই বানিয়ে ফেলুন প্যাক

ত্বকে নিয়মিত লাগালে মিলবে সুফল

Jayita Chandra | Published : Aug 9, 2019 7:50 AM IST / Updated: Aug 09 2019, 01:22 PM IST

দুধের গুণ নিয়ে কোনও দ্বিমত থাকতে পারে না। তা পেটেই খান বা ত্বকেই লাগান। পেটে খেলে শরীরের নানা উপকারিতা নিয়ে পরিবারের সকলেই আলোচনা করে থাকেন। কিন্তু সেই দুধ যদি নিয়মিত ত্বকে লাগানো যায় তবে তা থেকে ত্বকের জেল্লা ফিরে আসে অনেকাংশে। আগের থেকে মুখ হয়ে ওঠে অনেক বেশি কমল। কেটে যায় বয়সের ছাপ।

আরও পড়ুনঃ উজ্জ্বল ত্বক পেতে চান! ব্রেকফাস্টে কী কী খাবেন জানুন

জানুন কী কী উপায় দুধ আপনার ত্বককে সুন্দর করে তুলবেঃ
১) দুধ দিয়ে প্যাক বানিয়ে তা মুখে মেখে নিন। সঙ্গে রাখুন বেসন, মুলতানি মাটি। এই মিশ্রণটি মুখে কুড়ি মিনিটের জন্য লাগিয়ে রেখে তা ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের জেল্লা ফিরবে।
২) কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে নিন লেবুর রস। তাতে সামান্য পরিমাণে মধু মিশিয়ে নিয়ে তা মুখে লাগিয়ে রাখুন  ১৫ মিনিট। তার পর ধুয়ে ফেলুন।
৩) দুধের সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে নিন, এবার এই মিশ্রণটি কুড়ি মিনিট মুখে মেখে রাখুন। তারপর তা ধুয়ে ফেলুন। এতে ত্বক কোমল হয়ে যাবে।
৪) কাঁচা দুধের সঙ্গে আভোকাডোর এক চতুর্থাংশ মিশিয়ে নিন। এবার এটাকে দিয়ে পেস্ট বানিয়ে নিয়ে মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। ফল নিজেই বুঝতে পারবেন। 
৫) দুধের সঙ্গে আমন্ড মিশিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। ত্বককে ভালো রাখতে এই মিশ্রণটি খুবই উপাদেয়। 

Share this article
click me!