দীপাবলি-র আগে ত্বকে আসবে জেল্লা, রইল কয়টি স্ক্রাবারের হদিশ, জেনে নিন কী কী

উৎসবের এই কদিন সকলের নজর কাড়তে মরিয়া সকলে। পুজোর এই কদিন ত্বকে জেল্লা আনতে ব্যবহার করুন এই বিশেষ প্যাক। রইল কয়টি স্ক্রাবারের কথা। জেনে নিন কী কী।

আর মাত্র কটা দিনের অপেক্ষা। তার পরই আলোর উৎসব। সর্বত্র ধনতেরাস দিয়ে শুরু হবে মায়ের আরাধনা। উৎসব চলছে ভাইফোঁটা পর্যন্ত। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। এই সময় সকলেই ব্যস্ত ত্বকের যত্ন নিতে। উৎসবের এই কদিন সকলের নজর কাড়তে মরিয়া সকলে। পুজোর এই কদিন ত্বকে জেল্লা আনতে ব্যবহার করুন এই বিশেষ প্যাক। রইল কয়টি স্ক্রাবারের কথা। জেনে নিন কী কী। 

কফির স্ক্রাবার বানাতে পারেন। একটি পাত্রে হাফ কাপ কফি নিন। তাতে মেশান সম পরিমাণ ব্রাউন সুগার। এবার মেশান এক টেবিল চামচ অলিভ অয়েল। তাতে মেশান দুটি ভিটামিন ই ক্যাপসুল। ভালো করে মিশিয়ে নিন। এবার এই প্যাক দিয়ে মুখে ও গায়ে লাগান। স্ক্রাবিং করে নিন। কিছুক্ষণ পর ধুয়ে নিন। এতে ত্বক হবে উজ্জ্বল। 

Latest Videos

ওটস ও দই দিয়ে বানিয়ে ফেলুন প্যাক। একটি পাত্রে ১ টেবিল চামচ ওটস নিন। তবে, প্রথমে ওটস গুঁড়ো করে নিন। তার সঙ্গে মেশান ১ টেবিল চামচ দই। মেশান পরিমাণ মতো গোলাপ জল। ভালো করে মিশিয়ে নিন। এই প্যাক দিয়ে মুখে ও গায়ে লাগান। স্ক্রাবিং করে নিন। কিছুক্ষণ পর ধুয়ে নিন। এতে ত্বক হবে উজ্জ্বল। 

গ্রিন টি ও মধু দিয়ে বানিয়ে ফেলুন স্ক্রাবার। একটি পাত্রে গ্রিন টি নিয়ে তাতে মেশান মধু ও পরিমাণ মতো ব্রাউন সুগার। ভালো করে মিশিয়ে নিন। এই প্যাক দিয়ে মুখে ও গায়ে লাগান। স্ক্রাবিং করে নিন। কিছুক্ষণ পর ধুয়ে নিন। এতে ত্বক হবে উজ্জ্বল। একবার ব্যবহারে মিলবে উপকার। সপ্তাহে অন্তত ২ বার ব্যবহার করুন। দ্রুত মিলবে উপকার। 

মসুর ডাল ও হলুদ দিয়ে বানিয়ে ফেলুন স্ক্রাবার। প্রথমে মসুর ডাল ভালো করে বেটে নিন। এবার হলুদের টুকরো বেটে নিন। হলুদ বাটার সঙ্গে মেশান মসুর ডাল বাটা। ভালো করে মিশিয়ে নিন। এতে মেশান দই। ভালো করে মিশিয়ে নিন। এই প্যাক দিয়ে মুখে ও গায়ে লাগান। স্ক্রাবিং করে নিন। কিছুক্ষণ পর ধুয়ে নিন। এতে ত্বক হবে উজ্জ্বল। একবার ব্যবহারে মিলবে উপকার। সপ্তাহে ২ দিন অন্তত ব্যবহার করুন এই প্যাক। মিলবে উপকার। দীপাবলি-র আগে ত্বকে আনুন জেল্লা। এই কয়টি স্ক্রাবারের ব্যবহারে মিলবে উপকার। 
 
   
 

আরও পড়ুন- উৎসবের মরশুমে বজায় থাকুক সুস্বাস্থ্য, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে মেনে চলুন এই পাঁচটি টিপস

আরও পড়ুন- উৎসবের মরশুমে পোষ্যদের নিন বিশেষ যত্ন, রইল পাঁচটি বিশেষ টিপস, জেনে নিন কী কী

আরও পড়ুন- 'মহারাজা ভোগ' থালি খেতে গিয়ে সর্বশান্ত মহিলা, ২০০ টাকার অনলাইন অর্ডার করে খোয়ালেন লক্ষ লক্ষ টাকা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari