কী এমন হয়েছিল বিয়ের আসরে, যা দেখে রীতি ভুলে আঁতকে উঠলেন নবদম্পতি

Published : Aug 08, 2021, 11:46 PM IST
কী এমন হয়েছিল বিয়ের আসরে, যা দেখে রীতি ভুলে আঁতকে উঠলেন নবদম্পতি

সংক্ষিপ্ত

বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল। যেখানে বিয়ের আসরেই চকমে ওঠেন নবদম্পতি। 

বিয়ের অনুষ্ঠান- মানে প্রত্যেক বর-কনের কাছে একটি বিশেষ অনুষ্ঠান। তার তাই গোটা অনুষ্ঠানকে স্মরণীয় করতে রাখতে প্রত্যেক নতুন দম্পতি চায় গোটা অনুষ্ঠান যেন নিখুঁত হয়।কিন্তু কী এমন ঘটল এই বিয়ের অনুষ্ঠানে, যা দেখে নব দম্পতি রীতিমত আঁতকে উঠলেন। আর নিমেষের মধ্যেই বিয়ের অনুষ্ঠানের রীতিনীতি সমেত ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। 


বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও বর্তমানে নেটদুনিা ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা যাচ্ছে নব দম্পতি হাঠাৎ চমকে উঠেছেন। তারপরই আর কিছু নয়। এক ফোটোগ্রাফারকে দেখা যায় সে সুইমিং পুল থেকে ক্যামেরা হাতে উঠে আসছে। তবে এটা কোনও সান্ট ছিল না। ক্যামেরা ম্যান বিয়েন নিখুঁত ছবি তুলতে গিয়ে খেয়ালই করেননি যে পিছনে রয়েছে একটি পুল। নিজের অজান্তেই সেই পুলে পড়ে গিয়েছিলেন তিনি। যা দেখে আঁতকে উঠেছিলেন নব দম্পতি। 

ত্রিপুরার পর মমতার পাখির চোখ কি অসম, দল সমেত অখিল গগৈকে আমন্ত্রণ তৃণমূলে

আফগানিস্তানে মার্কিন বোমারু বিমান হামলায় নিকেশ ২০০ তালিবান, তারপরেও জঙ্গিদের দখলে কুন্দুজ

যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে নবদম্পতি বিয়ের রীতি মেনেই কোনও একটা জায়গা দিয়ে হাঁটছিলেন। সেখানে সেখানেই প্রথমে স্ত্রী হাঠাৎ চমকে ওঠে। যা এড়িয়ে যায় না স্বামীর চোখ। তারপর স্বামী খেয়াল করেন তাঁদের ফোটোগ্রাফাল জলে পড়ে গেছে। তারপর দুজনে মিলেই হেসে ওঠেন। 

PREV
click me!

Recommended Stories

এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, সপ্তাহের সবচেয়ে "ওয়র্স্ট ডে অফ দ্য উইক" দিনটিকে স্বীকৃতি দিল
Egg Shells: ডিমের খোসা ফেলে না দিয়ে ব্যাবহার করতে পারেন এই বিশেষ কয়েকটি উপায়?