সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় মাথার চুল ছিঁড়ছেন, জানুন পরিস্থিতি সামলানোর কৌশল

  • সন্তানের সাফল্য় নিয়ে অনেকেই চিন্তিত
  • মনোবিদরা বলেন, ছোট থেকেই কিছু জিনিস আপনার করণীয়
  • সন্তানকে উৎসাহ দিন, ওর সঙ্গে গল্প করুন, বাড়িতে অনুষ্ঠান করুন
  • খেলাধুলো গানবাজনা, ইতিবাচক মনোভাবের মধ্য়ে দিয়ে ওকে বেড়ে উঠতে দিন

Sabuj Calcutta | Published : Feb 6, 2020 3:45 PM IST

আপনি চান আপনার সন্তান জীবনে সাফল্য় লাভ করুক কিন্তু কোন পথে তা সম্ভব তা নিয়ে অনেকেই বিভ্রান্তকেউ ভাবেন সন্তানের ওপর জোর করে কিছু চাপিয়ে দিলেই বোধহয় বড় হয়ে ও সফল হবেকেউ ভাবেন, জোর করে কিছু না-চাপিয়ে ওর সিদ্ধান্তের ওপরই ওর ভবিষ্য়ৎ ছেড়ে দেওয়া উচিত

সত্য়ি, কোনপথে যে সন্তানের সাফল্য় আসবে, তা ঠিক করা বড়ই মুশকিল তবে মনোবিদরা জোর দেন গণতান্ত্রিক অভিভাবকত্বের ওপর যাকে ইংরিজিতে বলে, ডেমোক্র্য়াটিক পেরেন্টিং অর্থাৎ মাঝারি শাসন আর মাঝারি প্রশ্রয়ের মধ্য়ে রাখতে হবে সন্তানদের ছোট থেকেই আদরে বাঁদর তৈরি করাও যেমন চলবে না, তেমন মিলিটারি শাসনও ঠিক নয় পরিবারে আরও কিছু জিনিস ছোট থেকে মাথায় রাখা উচিত তবেই শিশু বড়  হয় সাফল্য় পেতে পারে ছোট ছোট এই জিনিসগুলোই কিন্তু ভবিষ্য়তের পথ তৈরি করবে

Latest Videos

সন্তানকে নিজের আগ্রহের জিনিস খুঁজে নিতে দিন  সন্তানকে নানারকমের অভিজ্ঞতার মুখে দাঁড় করান প্রয়োজনে ওকে ভুল করার অধিকারও দিন সন্তানকে প্রশ্ন করতে দিন, তাতে করে বিরক্ত হবেন না কারণ জানবেন, ও কিন্তু নিজের কৌতূহল পূরণের জন্য়ই প্রশ্ন করে কোনও কিছু শেখাবার জন্য় সন্তানকে চাপ দেবেন না বরং ওর মধ্য়ে আগ্রহ গড়ে তুলুন ওকে ওর দক্ষতা ও যোগ্য়তা অনুযায়ী বিকাশের পরিবেশ তৈরি করে দিন শুধু বাকিটা ও-ই পারবে সন্তানকে কোনও কিছু তকমা দিয়ে তার ক্ষমতা সীমায়িত করবেন না ধরুন, যদি বলতে থাকেন, ও অঙ্কে কাঁচা, তাহলে কিন্তু কোনওদিনই ওর অঙ্কভীতি যাবে না বা যদি বলেন, ও এগুলো খেতে ভালোবাসে না, তাহলে কিন্তু ও নিজেও বুঝে যাবে, ওইগুলো না-খেলেও ও দিব্য়ি পার পাওয়া যায়

পরিবারের মধ্য়েই কিছু কর্মসূচি নিন খেলা বা অনুষ্ঠান করুন পরিবারের সকলে মিলে একসঙ্গে কিছুক্ষণ অন্তত নিজেদের মতো করে সময় কাটান গান করুন, গল্প করুন শুধুই যেন বোকাবাক্সকেন্দ্রিক না হয়ে যায় সবকিছু দেখবেন, কোন ফাঁকে ওর সাফল্য়ের পরিবেশ তৈরি হয়ে গিয়েছে

Share this article
click me!

Latest Videos

'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
'চোর-চোর' তৃণমূলের পতাকা দেখেই জ্বলে উঠলেন শুভেন্দু! কি হল দেখুন | Suvendu Adhikari on TMC |
RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
মাদারিহাট উপনির্বাচনের প্রচারে ঝড় তুললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Madarihat | BJP