Army Day: কেন ১৫ জানুয়ারি পালিত হয় সেনা দিবস, এদিন শুভেচ্ছা বার্তা পাঠান প্রিয়জনকে, জেনে নিন কী বার্তা দেবেন

এই দিন সেনাদের সম্মাননা প্রদান করা হয়। সেনা দিবসে (Army Day) ভারতীয় সেনাদের তাদের সাহসীকতার জন্য পুরষ্কার প্রদান করা হয়। বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় ভারতীয় সেনা দিবস। আজ প্রিয়জনকে জানান শুভেচ্ছা। জেনে নিন কেমন শুভেচ্ছা বার্তা (Wish) পাঠাতে পারেন সেনা দিবসে। 

আজ দেশজুড়ে পালিত হচ্ছে ৭৮ তম সেনা দিবস (Army Day)। প্রতি বছর ১৫ জানুয়ারি দিনটি সেনা দিবস হিসেবে পালিত হয়। দেশের বীর সেনাদের সম্মান জানানো হয় এই দিনে। যারা দেশের জন্য আত্মবিসর্জন দিয়েছেন, তাদের সম্মাননা জানানো হয়। নৌ, বায়ু এবং পদাতিক সেনাদের সম্মান জানানোর উদ্দেশ্যে পালিত হয় ভারতীয় সেনা দিবস। এই বিশেষ দিনটি শেশের তিন বাহিনীর প্রধান একত্রিত হয়ে ন্যাশানাল ওয়ার মেমোরিয়ালের শহিদদের প্রতি শ্রদ্ধা (Respect) জানান। 

কোন ১৫ জানুয়ারি পালিত হয় সেনা দিবস- 

Latest Videos

জানা যায়, ১৮৯৫ সালে ১ এপ্রিল ভারতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠা হয়। ১৯৪৯ সালে ১৫ জানুয়ারি শেষ ব্রিটিশ কম্যান্ড ইন চিফ জেনারেল ফ্রান্সিস বুচার লেফটেন্যান্ট জেনারেল কেএম কারিয়াপ্পার হাতে ক্ষমতা হস্তান্তর করেন। কারিয়াপ্পান ছিলের দেশের প্রথম সেনাপ্রধান। সেই থেকে ১৫ জানুয়ারি দিনটি সেনা দিবস হিসেবে পালিত হয়। এই দিন দেশের বিভিন্ন প্রান্তে ভারতীয় সেনাদের সম্মান জানানো হয়। প্রতি বছর দিল্লিতে সেনা নিবাসে কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে একটি কুচকাওয়াচ হয়। তাদের সাহস ও অন্যান্য প্রদর্শন সম্পর্কে অনুষ্ঠান হয়। এই দিন সেনাদের সম্মাননা প্রদান করা হয়। সেনা দিবসে (Army Day) ভারতীয় সেনাদের তাদের সাহসীকতার জন্য পুরষ্কার প্রদান করা হয়। বিশিষ্ট সেনা মেডেল, সেনা মেডেল, ইউনিট শংসাপত্র দেওয়া হয়। বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় ভারতীয় সেনা দিবস। 

সেনা দিবসের শুভেচ্ছা বার্তা-
টেক বাঙালির কাছে এখন যে কোনও বিশেষ দিনের শুভেচ্ছা পাঠাতে মোবাইলই ভরসা। আজ প্রিয়জনকে জানান শুভেচ্ছা। জেনে নিন কেমন শুভেচ্ছা বার্তা (Wish) পাঠাতে পারেন সেনা দিবসে। 

Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?