ডায়েট বা শরীরচর্চা ছাড়াই ওজন কমাতে হলে, মাথায় রাখুন এই বিষয়গুলি

Published : Oct 17, 2019, 03:18 PM IST
ডায়েট বা শরীরচর্চা ছাড়াই ওজন কমাতে হলে, মাথায় রাখুন এই বিষয়গুলি

সংক্ষিপ্ত

বাড়তি ওজন নিয়ে চিন্তার শেষ নেই ওজন মাপার যন্ত্রে নিজের ওজনটা একবার দেখেই চক্ষু চড়কগাছ শারীরিক গঠন এবং খাওয়া-দাওয়ার অভ্যাস এর ওপর মোটা হয়ে যাওয়ার প্রবণতা নির্ভর করে তিনবেলা পরিমাণ মতো খেয়ে অনায়াসেই কমিয়ে ফেলতে পারবেন বাড়তি ওজন

বাড়তি ওজন নিয়ে চিন্তার শেষ নেই। কোথাও যাওয়ার আগে আপনার পছন্দের পোশাকটা পড়তে গিয়ে দেখলেন কিছুতেই পড়া যাচ্ছে না। ওজন মাপার যন্ত্রে নিজের ওজনটা একবার দেখেই চক্ষু চড়কগাছ? যতই ভাবছেন ওজন সঠিক রাখবেন, ততই যেন দিনে দিনে ওজন বেড়ে চলে। 

আরও পড়ুন- নাক ডাকার সমস্যায় জেরবার, ঘরোয়া এই পদ্ধতিতে দূর করুন এই সমস্যা

শারীরিক গঠন এবং খাওয়া-দাওয়ার অভ্যাস এর ওপর মানুষের শরীরে মোটা হয়ে যাওয়ার প্রবণতা নির্ভর করে। তাই আমাদের সকলকেই একটা নির্দিষ্ট খাদ্যাভ্যাস, একটি সঠিক জীবনযাত্রার ওপর নির্ভর করে চলা প্রয়োজন।  মেদহীন, একটি তন্বী চেহারা আমাদের সকলেরই স্বপ্ন থাকে। ওজন কমানোর জন্য আমরা কত কিছুই না করি! জিমে যাই, দৌড়ঝাপ করি, খাওয়াদাওয়ার পরিমাণ কমিয়ে কত কষ্টটাই না করতে হয়! জানেন কি, তিনবেলা পরিমাণ মতো খেয়ে বা ঘাম ঝরানো শরীরচর্চা না করেও ওজন কমানো সম্ভব। শুনতে অবাক লাগলেও, এই পদ্ধতিতেও আপনি অনায়াসেই কমিয়ে ফেলতে পারবেন বাড়তি ওজন। জেনে নেওয়া যাক সেই পদ্ধতিগুলি-

আরও পড়ুন- সহজলভ্য এই ফলের রয়েছে এত গুণ, জানলে অবাক হবেন

চর্বিযুক্ত খাবার ও অতিরিক্ত তৈলাক্ত খাবার পরিত্যাগ করুন।
সোডা যুক্ত পানীয় পরিত্যাগ করুন।
প্রচুর পরিমানে জল পান করুন, যা শরীরের আদ্রতা বজায় রাখতে সাহায্য করবে।
ডায়েটে রাখুন প্রচুর ফল, সবজি ও প্রোটিন।
শর্করা জাতীয় এবং ক্যাফেনাইন জাতীয় খাদ্য পরিত্যাগ করুন।
ক্রীম জাতীয় খাবার বা প্যাকেটজাত খাবারকে না বলুন সরাসরি।
চিপস্, ফাস্টফুড বা জাঙ্কফুড জাতীয় খাদ্য বর্জন করুন।
প্রতিদিন গ্রীন টি খাওয়ার অভ্যাস করুন। এতে সপ্তাহে ৪০০ ক্যালরি অবধি বার্ন করতে পারবেন সহজেই।
 
শুধুমাত্র মেনে চলুন এই কটি নিয়ম। তবে মনে রাখবেন, আজ থেকে নিয়ম মানা শুরু করলেই কালকেই আপনি ফল পাবেন না। এরজন্য আপনাকে একটু ধৈর্য্য ধরতে হবে। মেনে চলতে এই নিয়মগুলি। ডায়েট করা মানেই খাওয়া-দাওয়া বন্ধ করে দেওয়া নয়। এতে শারীরিক সমস্যা আরও বেশি বৃদ্ধি পাবে। তাই ধীরে ধীরে এই অভ্যাসগুলি বদলানোর চেষ্টা করুন।

PREV
click me!

Recommended Stories

সব বল পেনে ঢাকনাতেই ফুটো থাকে কেনো? এক ক্লিকে জানুন এর আসল কারণগুলি
আপনার পোষ্যের ঘুমের অঙ্গীভঙ্গি দেখলে আপনি বুঝতে পারবেন তার মনোভাব