বিদায় ঘন্টা বেজে গেল ইমরানের - স্থির 'অনাস্থা' ভোটের দিন, সঙ্গ ছাড়ল পাক সেনাও

বিদায় ঘন্টা বেজে গেল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (No-confidence motion against Pak PM Imran Khan), ঘোষণা করা হল অনাস্থা প্রস্তাবের ভোটের দিন। তাঁর ইস্তফা চাইছেন পাক সেনার (Pakistani Army) প্রধান জেনারেল জেনারেল কামার জাভেদ বাজওয়া (General Kamar Javed Bajwa)।
 

Web Desk - ANB | Published : Mar 20, 2022 12:11 PM IST / Updated: Mar 20 2022, 05:45 PM IST

এবার সত্যিই সত্য়িই বিদায়-ঘন্টা বেজে গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের (Pakistan PM Imran Khan)। রেডিও পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, রবিবার পাকিস্তানের জাতীয় পরিষদের (National Assembly of Pakistan) স্পিকার আসাদ কায়সার (Asad Kaiser), আগামী ২৫ মার্চ, শুক্রবার সকাল ১১টায় পাক সংসদের নিম্নকক্ষের অধিবেশন আহ্বান করেছেন। ওই অধিবেশনেই প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের (No-confidence motion against Imran Khan) পক্ষে-বিপক্ষে ভোটাভুটি হবে। এদিকে, গোয়েন্দা সূত্রে খবর, পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া (Pakistan Army Chief General Kamar Javed Bajwa) এবং আইএসআই প্রধান নাদিম আনজুমও (ISI chief Nadeem Anjum) নাকি চাইছেন, ২২-২৩ মার্চ অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজ বা ওআইসি (Organization of Islamic Countries) সম্মেলনের পরই পদত্যাগ করতে বলেছেন ইমরান খানকে।

পাকিস্তানে রাজনৈতিক সংকট এখন চরমে পৌঁছেছে। ইমরান খানের পদত্যাগের দাবিতে এককাট্টা পাকিস্তানের বিরোধী দলগুলি। গত ৮ মার্চই জাতীয় পরিষদ সচিবালয়ে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন বিরোধীরা। ওই দিন পাক সংসদের স্পিকার আসাদ কায়সার, তাঁর অফিসে না থাকায়, তাঁর সচিবের কাছেই প্রস্তাবটি জমা দেওয়া হয়েছিল। জাতীয় সংসদের মোট ৮৬ জন সদস্য ওই প্রস্তাবে স্বাক্ষর করেছিলেন। পাক সংসদের নিয়ম অনুযায়ী অন্তত ৬৮ জন এমএনএ-র স্বাক্ষর লাগে অনাস্থা প্রস্তাব আনার জন্য। 

EjA h[]gv - জবাব দিতে যাচ্ছিল পাকিস্তান, ভুল করে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের পরিণতি হতে পারত মারাত্মক

আরও পড়ুন - ইমরানে 'অনাস্থা' বিরোধীদের, টলোমলো মসনদ - পাক রাজনীতিতে তীব্র ডামাডোল

আরও পড়ুন - ইউক্রেন যুদ্ধের মধ্যে অর্থ সাহায্য চাইতে রাশিয়ায় ইমরান, পাকিস্তানের নিন্দা আমেরিকার

শনিবারই (১৯ মার্চ) পেশোয়ারে বিরোধী দল জমিয়তে উলামায়ে ইসলাম-ফজল বা জেইউআই-এফ (Jamiat Ulama Islam-Fazl)-এর মহাসচিব মৌলানা আব্দুল গফুর হায়দারি (Maulana Abdul Gafoor Haidari) দাবি করেছেন, ইমরানের নিজের দলেরই মোট ৩৪ জন সাংসদ তাঁদের দিকে রয়েছেন। এদিন তাঁদের কারণ দর্শানোর নোটিশও পাঠিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (Pakistan Tehreek-e-Insaf) দল। মৌলানা আব্দুল গফুর হায়দারি আরও বলেন, ইমরান ও তাঁর দল শাসন করার নৈতিক কর্তৃত্ব হারিয়েছে। মুখ বাঁচাতে ইমরান খানকে এখন পদত্যাগ করে নতুন করে সাধারণ নির্বাচন ঘোষণা করার পরামর্শ দিয়েছেন এই বিরোধী নেতা। তিনি আরও বলেছেন, শীঘ্রই দেশ সুসংবাদ পাবে। 

প্রথমদিকে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছিল পাকিস্তানের সামরিক বাহিনী (Pakistani Army)। তবে, বর্তমানে জেনারেল বাজওয়া এবং অন্যান্য পাক পদস্থ সামরিক কর্তারা মনে করছেন, ইমরান খানকে আর সুযোগ দেওয়া উচিত নয়। তাঁর পদত্যাগ করাই উপযুক্ত হবে। অর্থনৈতিক সংকটের মধ্যে বর্তমান রাজনৈতিক সংকট দেশের স্বার্থবিরোধী বলে মনে করছেন তাঁরা। এমনকী গদি বাঁচাতে সামরিক বাহিনীর সঙ্গে মধ্যস্থতার জন্য সৌদি আরব (Saudi Arabia) থেকে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফকেও (General Raheel Sharif) ডেকে এনেছিলেন ইমরান। তবে, সেই চেষ্টাও সম্ভবত ব্যর্থ হয়েছে। এই অবস্থায়, জেনারেল বাজওয়ার বদলে অন্য কাউকে সেনা প্রধান করে, শেষ চেষ্টা করতে পারেন ইমরান, এমন খবরও শোনা যাচ্ছে। 

Share this article

Latest Videos

click me!

Latest Videos

Today Horoscope Live : আজ কন্যা, তুলা, ধনু, মকর ও কুম্ভ রাশির দিন কেমন কাটবে! দেখুন আজকের রাশিফল
Suvendu Adhikari : 'আমি যা ধরি শেষ করেই ছাড়ি, ভেবেছিল পালিয়ে যাব' শুভেন্দুর কড়া হুঁশিয়ারি!
Mamata Banerjee | আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মমতা, দেখুন কী বললেন মুখ্যমন্ত্রী
BJP News : 'আমাকে ওরা মেরে ফেলবে, আমাকে বাঁচান' কাঁতর আবেদন বিজেপি কর্মীর
BJP News : বিজেপির প্রতিনিধি দলকে পেয়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি কর্মীরা, দেখুন কী বললেন