অপহরণ করতে ব্যর্থ, রাস্তার মাঝেই হিন্দু কিশোরীকে গুলি করে খুন পাকিস্তানে

২০১৯ সালে, সিন্ধ প্রদেশ সরকার দ্বিতীয়বার ধর্মান্তরকরণ এবং বিয়েকে বেআইনি করার চেষ্টা করেছিল, কিন্তু কিছু ধর্মীয় প্রতিবাদকারী এই বিলের বিরোধিতা করে। ফলে এই পদক্ষেপ সফলতার মুখ দেখেনি।

পাকিস্তানে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ধর্মীয় হিংসা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরেই সরব ভারত। পাকিস্তানে হিন্দুদের একটা বড় অংশ বাস করে সিন্ধ প্রদেশে। কিন্তু সেখানেও রেহাই নেই তাঁদের। বিগত বেশ কয়েক বছর ধরেই তাঁদের ওপর অত্যাচার চালাচ্ছে তাবলিগি জামাতরা বলে অভিযোগ। জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। 

সরকারি হিসেব অনুযায়ী পাকিস্তানে ৭৫ লক্ষ হিন্দু বাস করেন। তবে স্থানীয়দের মতে সেই সংখ্যা ৯০ লক্ষ। কিন্তু পাকিস্তানে হিন্দুদের নির্যাতন করা হয় বলেও বারবার অভিযোগ ওঠে। পাকিস্তানের বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায় সমস্যায় রয়েছে বলে স্বীকার করে নিয়েছে সেদেশের মানবাধিকার কমিশনও। 

Latest Videos

ফের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার করার ঘটনা সামনে এসেছে। পাকিস্তানের (Pakistan) দক্ষিণ সিন্ধ প্রদেশে অপহরণের চেষ্টা (abduction attempt) ব্যর্থ করার জন্য, ১৮ বছর বয়সী এক হিন্দু মেয়েকে (18-year-old Hindu girl) গুলি করে খুন (shot dead) করা হয়েছে। দ্য ফ্রাইডে টাইমস পত্রিকার খবরে বলা হয়, রাস্তার মাঝখানে ফেলে মেয়েটিকে গুলি করে মারা হয়। প্রতি বছর, সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু মহিলা, বিশেষ করে সিন্ধ প্রদেশে হিন্দুদের অপহরণ করা হয় এবং জোর করে ধর্মান্তরিত করে ধর্মীয় চরমপন্থীরা বলে অভিযোগ। 

সোমবারের ঘটনা তার জলজ্যান্ত প্রমাণ। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের জোর করে ধর্মান্তকরণের ঘটনা চলে আসছে দীর্ঘদিন ধরে। পিপলস কমিশন ফর মাইনরিটিস রাইটস এবং সেন্টার ফর সোশ্যাল জাস্টিসের তথ্য অনুসারে, ২০১৩ সাল থেকে ২০১৯ সালের মধ্যে জোর করে ধর্মান্তরের ১৫৬টি ঘটনা ঘটেছে। 

আরও পড়ুনঃ 'সম্মান রক্ষার' নামে ২ কিশোরীর রক্তে ভিজল পাকিস্তানের মাটি, ভিডিও আপলোড করায় খুন ...

২০১৯ সালে, সিন্ধ প্রদেশ সরকার দ্বিতীয়বার ধর্মান্তরকরণ এবং বিয়েকে বেআইনি করার চেষ্টা করেছিল, কিন্তু কিছু ধর্মীয় প্রতিবাদকারী এই বিলের বিরোধিতা করে। ফলে এই পদক্ষেপ সফলতার মুখ দেখেনি। পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স রিপোর্ট করেছে যে পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের মোট জনসংখ্যা যথাক্রমে ১.৬০ শতাংশ এবং সিন্ধুতে ৬.৫১ শতাংশ। 

হিন্দুরা পাকিস্তানের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়। সরকারি হিসেব অনুযায়ী, পাকিস্তানে ৭৫ লাখ হিন্দু বাস করে। তবে সম্প্রদায়ের মতে, দেশে ৯০ লাখের বেশি হিন্দু বসবাস করেন। পাকিস্তানের হিন্দু জনসংখ্যার অধিকাংশই সিন্ধ প্রদেশে বসতি স্থাপন করে যেখানে তারা মুসলিম বাসিন্দাদের সাথে সংস্কৃতি, ঐতিহ্য এবং ভাষা ভাগ করে নেয়। তারা প্রায়ই চরমপন্থীদের হাতে নিগৃহীত হন বলে অভিযোগ।

Share this article
click me!

Latest Videos

‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |