কুলভূষণ মামলায় পাকিস্তানের ইউটার্ন, ফের ভিয়েনা চুক্তি লঙ্ঘন

  • কুলভূষণ যাদবের কনসুলার অ্যাক্সেস বাতিল করল পাকিস্তান
  • বৃহস্পতিবার পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সল এই কথা জানান
  • তিনি বলেছেন কুলভূষণকে দ্বিতীয় কোনও কনসুলার অ্যাক্সেস দেওয়া হবে না
  • গত ২ সেপ্টেম্বর ভারতীয় দূতাবাসের প্রতিনিধির সঙ্গে কুলভূষণকে মাত্র ১ ঘন্টা কথা বলতে দেওয়া হয়েছিল

amartya lahiri | Published : Sep 12, 2019 10:07 AM IST / Updated: Sep 12 2019, 03:43 PM IST

কুলভূষণ যাদবকে দ্বিতীয় কোনও কনসুলার অ্যাক্সেস দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিল পাকিস্তান। বৃহস্পতিবার পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সল এই কথা ঘোষণা করেন। অর্থাৎ আন্তর্জাতিক ন্যায় আদালতের নির্দেশের পরও ভিয়েনা চুক্তি লঙ্ঘনই করল পাকিস্তান। গত ২ সেপ্টেম্বর ভারতীয় দূতাবাসের প্রতিনিধির সঙ্গে মাত্র ১ ঘন্টা কুলভূষণকে কথা বলতে দেওয়া হয়েছিল।

ভারতীয় কুটনীতিক গৌরব আলুয়ালিয়া পাকিস্তানের এক কারাগারে কুলভূষণের সঙ্গে দেখা করেছিলেন। ভারত আবেদন করেছিল একান্তে কথা বলার। কিন্তু পাক প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই কুলভূষণের সঙ্গে কথা হয়েছিল গৌরব আলুয়ালিয়ার। এমনকী পুরো কথাবার্তা রেকর্ডও করা হয়।

আরো পড়ুন - অপেক্ষার অবসান! অবশেষে কুলভূষণের সঙ্গে দেখা করলেন ভারতীয় কূটনীতিক

আরো পড়ুন - কুলভূষণ মামলা, ঠিক কী বলল আদালত - জেনে নিন মূল আটটি বিষয়

আরো পড়ুন - সোমবার থেকেই কনস্যুলার অ্যাকসেস পাবেন কুলভূষণ, জানিয়ে দিল পাক বিদেশ মন্ত্রক

আরো পড়ুন - সাতকাণ্ড রামায়ণের পর রাস্তায় এল পাকিস্তান, কুলভূষণকে কনস্যুলার অ্যাকসেস

পরে পাকিস্তান এক বিবৃতি দিয়ে জানিয়েছিল পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা রাখতেই কুলভূ,ণের সঙ্গে দূতাবাসের প্রতিনিধির আলাপচারিতা রেকর্ড করা হয়। অপরদিকে ভারতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, কুলভূষণেরক সঙ্গে কথা বলে মনে হয়েছে, তাঁকে দারুণ চাপে রাখা হয়েছে এবং পোষা বুলবুলির মতো তাঁকে দিয়ে শেখানো কথা আওরাচ্ছে পাকিস্তান।  

Share this article
click me!