মাঝ আকাশে হুড়মুড় করে ভেঙে পড়ল হেলিকপ্টার! পাকিস্তান সেনাবাহিনীর ৬ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু

বেলুচিস্তান প্রদেশের হারনাই জেলার খোস্ট এলাকার পাশে হেলিকপ্টারটি আবহাওয়া খারাপ থাকার কারণে মাঝ আকাশেই বিধ্বস্ত হয়ে যায়। ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ মেজর সহ ৬ পাক সেনার। 

Sahely Sen | Published : Sep 26, 2022 8:40 AM IST

পাকিস্তানে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। রবিবার গভীর রাতে এই ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হল ২ মেজর সহ ৬ পাক সেনার। সোমবার সকালে দুর্ঘটনা নিয়ে পাক সেনার তরফে একটি অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়। যদিও দুর্ঘটনার কারণ এখনও অবদি স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পাক সেনাবাহিনী।

রবিবার মধ্যরাতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘটে যায় সেনা বাহিনীর চপার দুর্ঘটনা। সেনাবাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন্স ইউনিট (আইএসপিআর) সোমবার সকালে একটি বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটি বেলুচিস্তান প্রদেশের হারনাইয়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। কেন এই দুর্ঘটনা ঘটেছিল সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে সেনা সূত্র মারফৎ জানা গিয়েছে, প্রাথমিক তদন্ত অনুযায়ী খারাপ আবহাওয়ার কারণেই হয়তো চপারটি ভেঙে পড়েছিল। ২০২২-এর অগাস্ট মাসেও একই ধরনের দুর্ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীর ৬ সেনা জওয়ান নিহত হন।

দুর্ঘটনায় নিহত ছয় কর্মকর্তার মধ্যে রয়েছেন কপ্টারের ৩৯ বছর বয়সি পাইলট মেজর খুররাম শাহজাদ, ৩০ বছর বয়সি পাইলট মেজর মুহাম্মদ মুনিব আফজাল, ৪৪ বছর বয়সি সুবেদার আবদুল ওয়াহিদ, ২৭ বছর বয়সি সিপাই মুহাম্মদ ইমরান, ৩০ বছর বয়সি নায়েক জলিল, ৩৫ বছর বয়সি সিপাই শোয়াইব।

সংবাদ সংস্থা সূত্রে খবর, বেলুচিস্তান প্রদেশের হারনাই জেলার খোস্ট এলাকার পাশে হেলিকপ্টারটি আবহাওয়া খারাপ থাকার কারণে মাঝ আকাশেই বিধ্বস্ত হয়ে গেছে। 'ফ্লাইং মিশন' চলা অবস্থায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটে। ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন্স ইউনিট জানিয়েছে, দুই পাইলটসহ বিমানটিতে থাকা ছয়জনেরই তৎক্ষণাৎ মৃত্যু হয়। প্রায় দেড় মাসের ব্যবধানে পাকিস্তানি চপারের পর পর দুর্ঘটনা এবং সেনা জওয়ানের মৃত্যুতে প্রশ্নের মুখে পড়েছে পাক বাহিনীর প্রযুক্তিগত নিরাপত্তা।


আরও পড়ুন-
“একটাই আক্ষেপ, বিশ্বকাপটা যদি নিয়ে আসতে পারতাম…”, অবসর নিয়ে ঘরে ফিরলেন ঝুলন গোস্বামী 
ইতালি দখল করতে চলেছে ডানপন্থী জোট, রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়বে সারা বিশ্বে?
যুক্তরাজ্যে চারদিন ধরে গণ্যমান্য শিল্পীদের নিয়ে ‘আড্ডা’-র দুর্গাপুজো, আমেজে একেবারে বিলেতের ম্যাডক্স স্ক্যোয়ার

Share this article
click me!