সংক্ষিপ্ত
ইডেনের ময়দানে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফিরে এসে ঝুলনের বক্তব্য, “আমি খুব ভাগ্যবান যে, লর্ডসের মতো মাঠে কেরিয়ার শেষ করতে পেরেছি।”
“প্রতিটি খেলোয়াড়কেই একদিন অবসর নিতে হয়”, পুজোর আগেই ঘরে ফিরে এলেন বাংলার মেয়ে, সঙ্গী রইল অবসর। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে সব চেয়ে বেশি উইকেট সংগ্রহকারী বোলার ঝুলন গোস্বামী বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে। সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে এসে নামলেন ঝুলন, তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া সহ বাংলা ক্রিকেটের একাধিক কর্তা ব্যক্তিরা।
কলকাতা বিমানবন্দরে প্রিয় ক্রিকেটার ঝুলনকে সংবর্ধনা জানাতে ফুল, কেক নিয়ে সার বেঁধে দাঁড়িয়েছিল ভবিষ্যতের ক্রিকেট প্রজন্ম। পাশাপাশি সিএবি কর্তারাও তাঁকে ফুলের মালা দিয়ে সংবর্ধিত করেন। এদিন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে ঝুলন গোস্বামী সাংবাদিকদের জানান, জীবনের প্রথম ম্যাচ ও শেষ ম্যাচ তাঁর কাছে অতি গুরুত্বপূর্ণ। ২০১৭ সালের বিশ্বকাপ তাঁর জীবনের উল্লেখযোগ্য ম্যাচগুলোর মধ্যে অন্যতম। জীবনের আক্ষেপের প্রসঙ্গে ‘চাকদহ এক্সপ্রেস’-এর বক্তব্য, “বিশ্বকাপের ট্রফিটা নিয়ে এসে যদি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম, আরও ভালো হত।”
ঝুলনকে সম্মান জানিয়ে অভিষেক ডালমিয়া সাংবাদিকদের জানান, “ঝুলন একজন লেজেন্ড। সে অবসর নিয়েছে, তাকে কোথায় সংবর্ধিত করা হবে, সেই বিষয়ে তার সঙ্গে আলোচনা করার পরেই আমরা সিএবির তরফ থেকে তাকে সংবর্ধিত করব।”
ঝুলনের শেষ ম্যাচে বিপক্ষ দলের খেলোয়াড়কে বিতর্কিত আউট করা সম্পর্কে কলকাতা বিমানবন্দরে তিনি জানান, “ওটা আমাদের প্ল্যানিং ছিল। বারবার একই ধরনের ঘটনা ঘটাচ্ছিল। আমরা সাবধানও করেছিলাম। যা নিয়ম আছে, সেই মতনই আমরা করেছি। সব দলই জিততে চায়। আমরাও চেয়েছিলাম, শেষ পর্যন্ত জিতে ফেয়ারওয়েল দিই। সেই মতো যা করতে পারি, আমরা তাই করেছি। আমরা অ্যাম্পায়ারকে বলেছি। তারপরেও একই জিনিস করলে আমাদের কিছু করার ছিল না।”
বাংলার গ্রামে গঞ্জে বহু প্রতিভাবান মেয়েরা ক্রিকেট খেলছে, তাদের যোগ্য পরিকাঠামো ও সুযোগ দেওয়ার জন্য সিএবি-র সাথে আলোচনার আশ্বাস দিলেন বঙ্গতনয়া। তাঁর অবসর প্রসঙ্গে অভিষেক ডালমিয়া জানান, “প্রত্যেক খেলোয়াড়ের জন্য ওটা আবেগঘন মুহূর্ত। আমরা ঝুলনদিকে মাঠে মিস করবো। ওনার ডেডিকেশানকে আমরা ফলো করব।” ইডেনের ময়দানে জীবনের শেষ ম্যাচ খেলে ফিরে এসে ঝুলনের বক্তব্য, “আমি খুব ভাগ্যবান যে, লর্ডসের মতো মাঠে কেরিয়ার শেষ করতে পেরেছি।”
আরও পড়ুন-
ভারতে যখন দেবীপক্ষ, ইরানে উড়ছে নারীদের চুলের ধ্বজা, ‘বরদাস্ত করব না’, হুঁশিয়ারি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির
ইতালি দখল করতে চলেছে ডানপন্থী জোট, রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়বে সারা বিশ্বে?
যুক্তরাজ্যে চারদিন ধরে গণ্যমান্য শিল্পীদের নিয়ে ‘আড্ডা’-র দুর্গাপুজো, আমেজে একেবারে বিলেতের ম্যাডক্স স্ক্যোয়ার