পুজোয় তেঁতো থেকে মুখ ফেরালে একেবারেই চলবে না, দেখে নিন মশলা করলার সহজ রেসিপি

  • দুর্গা পুজো প্রায় চলেই এসেছে
  • তাই প্রস্তুতি এখন তুঙ্গে
  • নিরামিষের দিনগুলিতে কি খাবেন সে নিয়ে চিন্তা সকলের
  •  চট করে দেখে নেওয়া যাক মশলা করলার রেসিপি 
     

দুর্গা পুজো, অথচ তেঁতো খেতে মন একেবারে চাইছে না। ভাবছেন পুজোর সময় তেঁতো কেউ খায় নাকি! উচ্ছে করলা দেখলে ১ কিলোমিটার দূরে পালিয়ে যান? তাহলে একবার ট্রাই করে দেখতেই পারেন মশলা করলা। করলা সম্পর্কে আপনার এতদিনের ধারনাটাই বদলে দেবে এই রেসিপি। গতানুগতিক করলার স্বাদ যখন মিশবে চটপটা মশলার স্বাদ তখন মন তো বলবেই খাই খাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক মশলা করলা বানানোর পদ্ধতি। 

উপকরণ 

Latest Videos

করলা: ৫-৬টা (মাঝারি)
১ টা আলু সেদ্ধ করে স্ম্যাস করা
কিসমিস বাটা: ১ চামচ
সামান্য লঙ্কার গুঁড়ো
১টা পেঁয়াজ স্লাইল করা
আদা বাটা: আধ চামচ
নুন, চিনি: স্বাদ মতো
সাদা তেল: ভাজার জন্য

পদ্ধতি

প্রথমে করলাগুলোকে ভালো করে ধুয়ে মাঝ বরাবর চিরে নিন। এবং চামচের সাহায্যে ভেতরের বীজগুলো বের করে নিয়ে অল্প ভাপিয়ে নিন। এবার কড়াইতে সামান্য তেল গরম করে তাতে পেঁয়াজ ভেজে নিন। তারপর একে একে তাঁর মধ্যে স্ম্যাস করা সেদ্ধ আলু, কিশমিশবাটা, আদাবাটা, লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মত নুন, চিনি দিয়ে ভেজে নিন। পুরটা ঠাণ্ডা হলে করলার ভেতর সাবধানে ভরে সুতো দিয়ে বেঁধে ফেলুন। এ বার ছাঁকা তেলে করলাগুলো লাল করে ভেজে ফেলুন।


গরম গরম ভাত বা পরোটার সঙ্গে পরিবেশন করুন মশালা করলা।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
Nimtala Fire Incident: মধ্যরাতে ঘুম ভাঙলো এক হাড়হিম করা দৃশ্যে! শোকের ছায়া গোটা এলাকায়, দেখুন