2022 Winter Olympics: জলবায়ু পরিবর্তনের কালো ছায়া, আগামী দিনে কি বন্ধ হয়ে যেতে পারে উইন্টার অলিম্পিক্সস

Published : Jan 30, 2022, 06:01 PM ISTUpdated : Jan 30, 2022, 06:24 PM IST
2022 Winter Olympics: জলবায়ু পরিবর্তনের কালো ছায়া, আগামী দিনে কি বন্ধ হয়ে যেতে পারে উইন্টার অলিম্পিক্সস

সংক্ষিপ্ত

উইন্টার অলিম্পিক্সের জন্য ইতিমধ্যেই বেজিং ১০০টি স্ন জেনারেটার ও ৩০০ বরফ তৈরির করার বন্দুক দিয়ে কাজ কর শুরু করেছে। বেজিং -এ এবার উইন্টার অলিম্পিক্সের খেলাগুলি ১০০ শতাংশই কৃত্রিম বরফে হতে চলেছে।  সেইজন্য ইতিমধ্যেই সবরকম প্রস্তুতি নিচ্ছে চিন। কৃত্রিম বরফ তৈরির পাশাপাশি দ্রুত বরফ যাতে না গলে যায় তার জন্য পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক ব্যবহার করা হচ্ছে।

জলবায়ুর পরিবর্তনের (Climate Change) কারণে রীতিমত হুমকির মুখে শীতকালীন অলিম্পিক্স ( Winter Olympics)। কারণ খেলার জন্য উপযুক্ত স্থান হ্রাস পেতে পারে। যদিও বেজিং অলিম্পক্সের (Bejing Olympics ) আয়োজনের জন্য কৃত্রিম বরফের (Snow)ব্যবস্থা করেছে। কিন্তু তারপরেও থেকে যাচ্ছে কিছু প্রশ্ন। আগামী ৪-২০ ফেব্রুয়ারি বেজিং-এ অনুষ্ঠিত হতে চলেছে ২০২২ সালের শীতকালীন অলিম্পিক্স গেমস (Winter Olympics 2022) ।

উইন্টার অলিম্পিক্সের জন্য ইতিমধ্যেই বেজিং ১০০টি স্ন জেনারেটার ও ৩০০ বরফ তৈরির করার বন্দুক দিয়ে কাজ কর শুরু করেছে। বেজিং -এ এবার উইন্টার অলিম্পিক্সের খেলাগুলি ১০০ শতাংশই কৃত্রিম বরফে হতে চলেছে।  সেইজন্য ইতিমধ্যেই সবরকম প্রস্তুতি নিচ্ছে চিন। কৃত্রিম বরফ তৈরির পাশাপাশি দ্রুত বরফ যাতে না গলে যায় তার জন্য পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। তবে এই ব্যবস্থ প্রতিযোগীদের ক্ষেত্র বিপজ্জনক হয় উঠতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে একাধিক মিডিয়ায় রিপোর্টে বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে রীতিমত হুমকির মুখে পড়েছে স্নো-গেমস। ক্রীড়াবিদ ও অংশগ্রহণকারীরা একটি বিপজ্জনক পরিস্থিতির সামনে দাঁড়িয়ে রয়েছে। 

লফরবো বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল জানিয়েছেন ১৯২৪ সালে উইন্টার অলিম্পিক্স শুরু হয়েছিল। ২১ টি স্থানে শীতকালীন ক্রীড়া যেমন স্কিইং, আইস স্কেটিং, স্নোবোর্ডিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল। তবে এজাতীয় ক্রীড়া আগামী দিনে হারিয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। কারণ জলবায়ু পরিবর্তনের কারণে প্রয়োজনীয় বরফের আকাল দেখা দিয়েছে। 

অন্যদিকে স্কটিশ ফ্রিস্টাইল স্কিয়ার লরা ডোনাল্ডসন বলেছেন, যদি হালকা বরফের ওপর খেলার ব্যবস্থা করা হয় তাহলে তা ক্রীড়াবিদদের কাছে বিপজ্জনক হতে পারে। অনেকের প্রাণও যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। দুবারের কানাডিয়ান অলিম্পিয়া ফিলিপ মারকুইস বলেছেন সম্প্রতিকালে বরফের গঠন, মৌলিক কাঠামো, হিমবাগের ল্যান্ডস্কেপের বড় পরিবর্তন হয়েছে। বরফের অভাব প্রভাব পড়েছে অনুশীলনের ওপরেও। সেই কারণে এজাতীয় খেলায় চোট আর আঘাত বাড়ছে। তিনি আরও বলেছেন আসল বরফের ওপর পড়ে গেলে যতটা আঘাত লাগে তার তুলনায় বেশি আঘাত লাগে কৃত্রিম বরফের ওপর পড়ে গেলে। চেক বায়াথলিট জেসিকো জিসলোভা বলেছেন অতিরিক্ত আবহায়ার পরিবর্তন ক্রীড়াবিদদের জন্য বিপজ্জনক হতে পারে। 

এইসব কারণে আগামী দিনে উইন্টার অলিম্পিক্সে খেলার স্থানের সংখ্যা কমিয়ে আনতে হবে। বিশেষজ্ঞদের কথায় ২০৫০ সালে শীতকালীন অলিম্পিক্সের জন্য মাত্র ১০টি স্থান অবশিষ্ট থাকবে। ডেইলি মেইলের রিপোর্টে বলা হয়েছে-  নরওয়ে, ফ্রান্স, অস্ট্রিয়া ঝুঁকিপূর্ণ খেলার স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।  রাশিয়ার সোচি ও ক্যালিফোর্নিয়ার স্কোয়া ভ্যালিকে অনির্ভরযোগ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। অন্য একটি গবেষণা রিপোর্টে বলা হয়েছে আগামী দিনে একটি মাত্র স্থানেই এজাতীয় খেলার আয়োজন করা যেতে পারে। যেসব স্থানে অনিয়মিত তুষারপাত হয় সেখানে বরফ দ্রুত গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আগামী দিনে  শীতকালীন ক্রীড়া ধ্বংস হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। 

Punjab Election 2022: সিধুর বিরুদ্ধে বড় অভিযোগ বোনের, ভোটের মুখে ঘরোয়া আশান্তিতে জেরবার কংগ্রেস প্রার্থী

Pegasus Case: পেগাসাস ইস্যুতে চাপ বাড়ছে কেন্দ্রের ওপর, নতুন করে মামলা সুপ্রিম কোর্টে

North Korea Fires Missile: শক্তিশালী মিসাইল উড়িয়ে হুংকার কিমের, ২০২২ সালে ৭টি মিসাইল পরীক্ষা

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: দুবাইয়ে পিকলবল খেললেন, আগের মতোই ফিট হয়ে উঠেছেন ধোনি
Ashes 2025: ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড, দলে ফিরলেন প্যাট কামিন্স