স্বপ্ন পূরণ হল না অমিতের, বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে রুপো এশিয়ান চ্যাম্পিয়নের

  • স্বপ্ন পূরণ হল না অমিতের, বিশ্ব মিটের ফাইনালে হার ভারতীয় বক্সারের
  • প্রথম ভারতীয় পুরুষ বক্সার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো পেলেন
  • ফাইনালে উঠে আগেই অমিত ফাঙ্গল পেছনে ফেলেছেন বিজেন্দরদের
  • এশিয়ান গেমস ও এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন অমিত

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌছে একটাই কথা বলেছিলেন ভারতীয় বক্সার অমিত ফাঙ্গল। সোনা ছাড়া কিছু ভাবছেন না। কিন্তু শনিবার রাশিয়া তাকে হতাশ করল। ফাইনালে উজবেকিস্তানের জৈরভের কাছে হারতে হল অমিতকে। কিন্তু প্রথম ভারতীয় বক্সার হিসেবে বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপোর পদক জিতলেন অমিত। এদিন ফাইনালে শুরু থেকেই ভারতীয় বস্কারের বিরুদ্ধে আক্রমনাত্মক মেজাজে পাওয়া যায় উজবেক বক্সার জৈরভকে। মুজবুত ডিফেন্সেও তাকে আটকাতে পারেননি অমিত। তাই রুপো নিয়েই এবারের মত বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর ছাড়তে হল ভারতীয় বক্সারকে। 

আরও পড়ুন - মেসি না রোনাল্ডো, দুই তারকার মধ্যে নিজের পছন্দ বেছে নিলেন উসেইন বোল্ট

Latest Videos

২০১৮ সালের কমনওয়েলথ গেমস থেকে দুরন্ত গতি ছুটে চলেছে অমিতের কেরিয়ার। ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে যেমন সোনা জেতেন, তেমনই  ২০১৮ সালেই এশিয়ান গেমসেও সোনার পদক নিজের গলায় ঝোলান অমিত। ২০১৯ সালেও এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনার পদক জেতেন অমিত। এই মুহূর্তে ৫২ কেজি বিভাগে এশিয়ার সেরা বক্সার অমিতই।  আর এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোর পদক।  সোনা জিততে না পারলেও আগামী অলিম্পিকেও তাঁকে ঘিরে পদকের স্বপ্ন দেখছে ভারত। এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর পারফরম্যান্স সেই আশা আরও বাড়িয়ে দিল। 

আরও পড়ুন - নিজের রেকর্ড ভেঙেও চতুর্থ মীরাবাই চানু, উজ্জ্বল অলিম্পিক পদকের স্বপ্ন

শুক্রবার ফাইনালে পৌছে দেশের বক্সিংয়ে ইতিমধ্যেই নজির গড়েছেন অমিত। কারণ এর আগে কোনও পুরুষ ভারতীয় বক্সার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌছাতে পারেনি। ২০১৯ এর আগে ভারতের পুরুষ বক্সাররা চারটি পদক পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে। ২০০৯ এ বিজেন্দর সিং, ২০১১ সালে বিকাশ কৃষ্ণা, ২০১৫তে শিভ থাপা ও২০১৭ সালে গৌরব বিধুরি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এবার অমিতের পাশাপাশি  ৬৩ কেজি বিভাগে মনিশ কৌশিক পেয়েছেন ব্রোঞ্জ পদক। তাই গোটা দেশের কাছেই এবারের বক্সিং চ্যাম্পিয়নশিপ সব থেকে সফল। টোকিওতে অমিতের নেতৃত্বেই এবার পদক জয়ের জন্য ঝাঁপাবেন ভারতীয় বক্সাররা।  

আরও পড়ুন - ভারত পৌছাতে নাজেহাল অবস্থা ফাফ ডুল্পেসির, ক্ষোভ উগরে দিলেন টুইটে
 

Share this article
click me!

Latest Videos

'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech