ঘানাকে ১১ গোলের মালা পরাল ভারতীয় হকি দল, এবার সামনে ব্রিটিশ চ্যালেঞ্জ

কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) প্রথম ম্যাচেই ঘানাক ১১-০ গোলে হারিয়েছে ভারতীয় হকি দল (Indian Mens Hockey Team)। সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জে নামার আগে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া (Team India)। 
 

টোকিও অলিম্পিকে নয়া ইতিহাস গড়ে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় পুরুষ হকি দল। কমনওয়েলথ গেমসে যে সোনা জয় পাখির চোখ তা আগে থেকেই স্পষ্ট ছিল। প্রতিযোগিতার শুরুটাও দুরন্তভাবে করল ভারতীয় হকি দল। প্রথম ম্যাচে ঘানাকে ১১ গোলের মালা পড়াল ভারত। অল্পের জন্য ডজন গোল না হলেও এই বিশাল ব্যবধানে জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করতে পেরে খুশি ভারতীয় হকি দল। ঘানার বিরুদ্ধে ভারত যে দাপট দেখিয়ে জিতবে তা আগে থেকেই প্রত্যাশিত ছিল। মাঠে নেমে ১১ গোল দিয়ে সেই প্রত্যাসা পূরণও করল  মনপ্রীত সিংরা। কেরিয়ারের ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা হরমনপ্রীত হ্যাটট্রিক করেন। গোল পেয়েছেন অভিষেক, শামশের, আকাশদীপ, যুগরাজ, নীলকান্ত, বরুণ, মনদীপরাও।  এই জয়ের ফলে আত্মবিশ্বাস তুঙ্গে নিয়েই সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত। 

Latest Videos

ঘানা বিরুদ্ধে ম্য়াচের শুরু থেকেই ছন্দে পাওয়া যায় ভারতীয় হকি দলকে। শুরু থেকেই একের পর এক আক্রমণ করে ঘানার রক্ষণকে নাকানি চোবানি খাওয়াতে শুরু করে ভারতীয় দল। চারটি কোয়ার্টারে পালা করে গোল করেন ভারতীয় তারকারা। প্রথম কোয়ার্টারে ভারত ৩টি গোল করে। দ্বিতীয় কোয়ার্টারে তারা গোল করে আরও ২টি। সুতরাং, প্রথমার্ধে ৫টি গোল করে বিরতিতে যায় ভারত। বিরতির পরে ভারত তৃতীয় কোয়ার্টারে ৪টি ও শেষ কোয়ার্টারে আরও ২টি গোল চাপিয়ে দেয় ঘানার ঘাড়ে। সব মিলিয়ে দ্বিতীয়ার্ধে মোট ৬টি গোল করেন ভারতীয় তারকারা। গোটা ম্যাচে ভারতের বিরুদ্ধে কোনও লড়াই দিতে পারেনি ঘানা। এক তরফা ম্যাত জয় দলের তারকা প্লেয়াররা প্রথম ম্যাচ থেকেই গোলের মধ্যে থাকায় খুশি ভারতীয় হকি দল। 

কমনওয়েলথ গেমসে গ্রুপ বি-তে রয়েছে ভারত। ঘানা ছাড়াও এই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, কানাডা এবং ওয়েলস।  ঘানার বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের পর সোমবার ইংল্য়ান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ভারত। ঘানার মত এই ম্যাচ যে একেবারেই সহজ হবে না তা ভালো করেই জানে ভারতীয় হকি দল। ইংল্যানন্ড দলও পরপর দুটি ম্যাচ জিতেই ভারতের বিরুদ্ধে নামতে চলেছে। রবিবার ইংল্যান্ড ৪-২ গোলে হারিয়ে দিয়েছে ওয়েলসকে। এর আগে ঘানাকে ছ’গোল দিয়েছিল ইংরেজরা। ফলে ভারতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী ব্রিটিশরাও। কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ভারতও। নিজেদের সেরাটা দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেওয়ার বিষয়ে আত্মবিসশ্বাসী নদীপ সিংহ, হরমনপ্রীত , নীলকান্ত শর্মা, শামশের সিংহ, বরুণ কুমার, আকাশদীপরা। 

আরও পড়ুনঃকমনওয়েলথে সোনা হাওড়ার ছেলে অচিন্ত্য শেউলির, উষ্ণ অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর

আরও পড়ুনঃশাড়ির কারুকাজ ছেড়ে ভারোত্তোলন, বাঙালি রিক্সাচালকের ছেলে অচিন্ত্যই জিতে নিলেন কমনওয়েলথের তৃতীয় সোনা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari