India Vs Pakistan: ৯ জুন টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ, তৈরি নাসাউ কাউন্টি স্টেডিয়াম

২ সপ্তাহ পরেই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। 

কয়েক মাস আগেও পরিকাঠামো নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে কোনও সংশয় নেই। এই স্টেডিয়াম পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। ৯ জুন ভারত-পাকিস্তান ম্যাচ-সহ টি-২০ বিশ্বকাপে মোট ৮টি ম্যাচ হবে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের গ্যালারিতে একসঙ্গে ৩৪,০০০ দর্শক বসে খেলা দেখতে পারবেন। নিউ ইয়র্কের এই স্টেডিয়াম অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে। এর আগে এরকম অস্থায়ী স্টেডিয়ামে কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি। বিশ্বকাপের কোনও ম্যাচও হয়নি। ফলে এবারের টি-২০ বিশ্বকাপে নতুন নজির তৈরি হচ্ছে। নিউ ইয়র্ক ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে টি-২০ বিশ্বকাপের ম্যাচ হবে ফ্লোরিডা, টেক্সাসে।

নতুন স্টেডিয়াম দেখে উচ্ছ্বসিত উসেইন বোল্ট

Latest Videos

এবারের টি-২০ বিশ্বকাপের অ্যাম্বাসাডার নির্বাচিত হয়েছেন অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সফলতম অ্যাথলিট উসেইন বোল্ট। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোজ, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক, ইংল্যান্ডের ক্রিকেটার লিয়াম প্লাঙ্কেট, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার কোরি অ্যান্ডারসন, মনাক প্যাটেলও এই অনুষ্ঠানে ছিলেন। নতুন স্টেডিয়াম দেখে উচ্ছ্বসিত বোল্ট বলেছেন, ‘নতুন স্টেডিয়ামে বসে ম্যাচ দেখতে দারুণ লাগবে। মাঠের খুব কাছাকাছিই রয়েছে গ্যালারি। ফলে দর্শকদের মনে হবে, তাঁরাও ম্যাচের মধ্যেই আছেন। আমি কল্পনা করতে পারছি, ক্রিকেটপ্রেমীরা যখন আগামী মাসে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দেখতে যাবেন, তখন দারুণ প্রাণবন্ত হয়ে উঠবেন।’

৩ জুন নিউ ইয়র্কে প্রথম ম্যাচ

৩ জুন নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। এটাই নিউ ইয়র্কে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ হতে চলেছে। এরপর ৯ জুন ভারত-পাকিস্তান ম্যাচ। টি-২০ বিশ্বকাপে গ্রুপ লিগে ভারতের ৩টি ম্যাচই হবে নিউ ইয়র্কে। গ্রুপ লিগে পাকিস্তান ছাড়াও আয়ারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: জাতীয় দলে যোগ দিতে চলে গেলেন বাটলার, জ্যাকস, চাপে রাজস্থান, আরসিবি

Jasprit Bumrah: টি-২০ বিশ্বকাপের আগে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দিচ্ছে না মুম্বই ইন্ডিয়ানস!

Virat Kohli-Babar Azam: 'বিরাট কোহলিকে থামানোর জন্য পরিকল্পনা করছি,' জানালেন বাবর আজম

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

PM Modi Live : সেনা দিবসে যুদ্ধ জাহাজের কমিশন করলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন | Asianet News Bangla
'স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারি চাই', স্বাস্থ্য ভবনের সামনে ঝাঁঝিয়ে উঠলেন Suvendu Adhikari
'প্রতিটা কাজের নির্দিষ্ট সময় থাকে, সঠিক সময়ে সঠিক কাজ করে দেবো' ঢাকাকে চরম বার্তা মোদীর! | PM Modi
'কে মরল ওনার কি! স্বাস্থ্যমন্ত্রীর গোটা পরিবার বিদেশে চিকিৎসা করায়' তোপ শুভেন্দুর |Suvendu Adhikari
PM Modi Live: মুম্বইয়ে ইসকন মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী, দেখুন সরাসরি