এবারের আইপিএল-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। প্লে-অফের যোগ্যতা অর্জনের পথে প্যাট কামিন্স, ট্রেভিস হেডরা। বৃহস্পতিবারই প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে হায়দরাবাদ।
বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে গুজরাট টাইটানস। কিন্তু শুধু গুজরাটই নয়, এই ম্যাচে হায়দরাবাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। এদিন হায়দরাবাদের হার চাইছে সিএসকে, আরসিবি। কারণ, হায়দরাবাদ জিতলেই প্লে-অফের যোগ্যতা অর্জন করবে। সেক্ষেত্রে সিএসকে ও আরসিবি-র মধ্যে কোনও একটি দল প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে না। এই কারণে বৃহস্পতিবার গুজরাটের জয় চাইছে সিএসকে ও আরসিবি। তবে ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে গুজরাট। খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না শুবমান গিলরা। ফলে বৃহস্পতিবার হায়দরাবাদের জয়ের সম্ভাবনাই বেশি।
ঘরের মাঠে বড় স্কোরের লক্ষ্যে হায়দরাবাদ
চলতি আইপিএল-এ একাধিক ম্যাচে ২৫০-এর বেশি স্কোর করেছে হায়দরাবাদ। বৃহস্পতিবারও ঘরের মাঠে বিশাল স্কোরের লক্ষ্যে ট্রেভিস হেড, অভিষেক শর্মারা। ব্যাটিং বিভাগই হায়দরাবাদের সবচেয়ে বড় শক্তি। গুজরাটের বিরুদ্ধে জয়ের জন্যও ব্যাটিং বিভাগের উপরেই ভরসা করছে হায়দরাবাদ। ১২ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৪ নম্বরে প্যাট কামিন্সরা। ১৩ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে সিএসকে। ফলে বৃহস্পতিবারের ম্যাচ জিতলেই কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের পর তৃতীয় দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করবে হায়দরাবাদ।
বৃহস্পতিবারের ম্যাচে পিচ কেমন হচ্ছে?
এবারের আইপিএল-এ হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পিচ থেকে ব্যাটাররা সাহায্য পাচ্ছেন। এই মাঠে ৫ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে প্রথমে ব্যাটিং করা দল জয় পেয়েছে। প্রথমে ব্যাটিং করা দলগুলির গড় স্কোর ২০২। ফলে বৃহস্পতিবার টসে জিতলে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারেন কামিন্স। এই ম্যাচ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী হায়দরাবাদ। এদিন জয় পেয়ে প্লে-অফের যোগ্যতা অর্জন নিশ্চিত করাই কামিন্সদের প্রাথমিক লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: আইপিএল-এ লিগ পর্যায় শেষের দিকে, কারা অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে?
IPL 2024: অধিনায়ক স্যাম কারানের অলরাউন্ড পারফরম্যান্স, রাজস্থানের বিরুদ্ধে সহজ জয় পাঞ্জাবের
MS Dhoni: চেন্নাইয়ের ঈশ্বর ধোনির জন্য মন্দির তৈরি হবে, দাবি অম্বাতি রায়াডুর