এবারের টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর কয়েক সপ্তাহ বাকি। সব দলই চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রথমসারির বেশিরভাগ ক্রিকেটারই আইপিএল-এ খেলে প্রস্তুতি নিচ্ছেন।
এবারের টি-২০ বিশ্বকাপে নতুন জার্সি পরে খেলবে ভারতীয় দল। সোমবার এই জার্সি প্রকাশ্যে আনা হয়েছে। বিসিসিআই-এর কিট স্পনসর অ্যাডিডাসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় নতুন জার্সির ভিডিও শেয়ার করা হয়েছে। ভারতীয় দল যখন ধরমশালায় টেস্ট ম্যাচ খেলতে গিয়েছিল, সেই সময়ই শ্যুটিং হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, রোহিত শর্মা, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজারা মাঠে অনুশীলন করছেন। সেই সময় হঠাৎ রোহিত খেয়াল করেন, তাঁদের মাথার উপর হেলিকপ্টার থেকে উড়ছে জার্সি। ধরমশালার বরফাবৃত পাহাড়ের উপর দিয়ে উড়ছে হেলিকপ্টার। নতুন জার্সিতে নীল ও গেরুয়ার মিশ্রণ দেখা যাচ্ছে। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের বেশ পছন্দ হয়েছে এই জার্সি।
টি-২০ বিশ্বকাপে সহজ গ্রুপে ভারত
এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ এ-তে আছে ভারতীয় দল। এই গ্রুপের অন্য দলগুলি হল পাকিস্তান, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। ৫ জুন নিউ ইয়র্কে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। এরপর ৯ জুন নিউ ইয়র্কেই ভারত-পাকিস্তান মহারণ। ১২ জুন নিউ ইয়র্কেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ১৫ জুন ফ্লোরিডায় গ্রুপের শেষ ম্যাচে কানাডার মুখোমুখি হবে ভারত। এই গ্রুপে পাকিস্তান ছাড়া বাকি দলগুলি দুর্বল। ফলে ভারতীয় দল সহজ জয় পাবে বলেই আশা করা হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে মাত্র একটি ম্যাচেই হেরে গিয়েছে ভারত। বাকি সব ম্যাচেই জয় এসেছে। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করেন বিরাট কোহলি। এবারও তাঁর কাছ থেকে বড় স্কোরের আশায় ভারত।
সুপার ৮ পর্যায়ে কঠিন লড়াই
গ্রুপে ৩ ম্যাচে জয় পেলেই ভারতীয় দলের সুপার ৮ পর্যায়ের যোগ্যতা অর্জন নিশ্চিত হয়ে যাবে। তারপর অবশ্য শক্তিশালী দলগুলির মুখোমুখি হতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপ চলাকালীন হামলার হুমকি পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীর
2024 ICC Women's T20 World Cup: প্রকাশিত মহিলাদের টি-২০ বিশ্বকাপের সূচি, ৬ অক্টোবর ভারত-পাক লড়াই
Shakib Al Hasan: টি-২০ বিশ্বকাপের জন্য তৈরি নয় বাংলাদেশ, স্বীকারোক্তি শাকিবের