2025 ICC Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠাবে বিসিসিআই?

Published : May 07, 2024, 08:43 PM ISTUpdated : Aug 24, 2024, 01:03 AM IST
ICC Champions Trophy

সংক্ষিপ্ত

উত্তর পাকিস্তান থেকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হুমকি দিয়েছে, টি-২০ বিশ্বকাপ চলাকালীন ওয়েস্ট ইন্ডিজে হামলা চালানো হবে। এই পরিস্থিতিতে ২০২৫ সালে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়েছে।

২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কি পাকিস্তানে দল পাঠাবে বিসিসিআই? এ বিষয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। এরই মধ্যে বিসিসিআই-এর কৌশলী অবস্থানের কথা জানালেন সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি বলেছেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে কেন্দ্রীয় সরকার আমাদের যা করতে বলবে ঠিক সেটাই করব। কেন্দ্রীয় সরকার অনুমতি দিলে তবেই আমরা পাকিস্তানে দল পাঠাব। ফলে কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী চলব আমরা।’ শুক্লার কথাই স্পষ্ট, পাকিস্তানে দল পাঠাতে খুব একটা আগ্রহ নেই বিসিসিআই-এর। অনুমতি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করবেন না বিসিসিআই কর্তারা। তাঁরা ভালোভাবেই জানেন, পাকিস্তানে দল পাঠানোর অনুমতি পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। এই কারণেই কেন্দ্রীয় সরকারকে অনুমতি দেওয়ার অনুরোধ করার বদলে পাকিস্তান থেকে এই টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আইসিসি-র উপর চাপ তৈরি করতে পারে বিসিসিআই।

বিসিসিআই-এর চাপে নতিস্বীকার করবে আইসিসি?

২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের আগে পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা ছিল। কিন্তু বিসিসিআই-এর আপত্তিতে বেশিরভাগ ম্যাচই পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় সরে যায়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিও পাকিস্তান থেকে সরানোর জন্য চাপ তৈরি করতে পারে বিসিসিআই। ভারতীয় দল না খেললে যে চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও গুরুত্ব থাকবে না, সেটা ভালোভাবেই জানে আইসিসি। ভারতীয় দলকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি করতে গেলে বিপুল আর্থিক ক্ষতি হবে। এই কারণে বিসিসিআই-কে চটাতে চাইবে না আইসিসি। সে কথা মাথায় রেখেই কৌশলী অবস্থান নিচ্ছে বিসিসিআই

লাহোরে ভারতের ম্যাচ আয়োজনের লক্ষ্যে পিসিবি

পিসিবি চাইছে, ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ দিক। দিল্লি থেকে দূরত্ব কম বলে ভারতের সব ম্যাচ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আয়োজন করার কথা জানানো হয়েছে। কিন্তু বিসিসিআই দল পাঠাবে কি না স্পষ্ট নয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Kolkata Knight Riders: প্রাকৃতিক দুর্যোগে বিমান বিভ্রাট, কাশী বিশ্বনাথ দর্শনে কেকেআর

Jasprit Bumrah: টি-২০ বিশ্বকাপের আগে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দিচ্ছে না মুম্বই ইন্ডিয়ানস!

Team India: টি-২০ বিশ্বকাপে নতুন জার্সি পরে খেলবেন রোহিতরা, ধরমশালায় উন্মোচন

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: কুইন্টন ডি ককের নাটকীয় প্রবেশ, নিলামের জন্য ৩৫০ জনের নাম চূড়ান্ত
'শান্ত থাকা মানেই নীরব নয়, নিয়ন্ত্রণ,' ইনস্টাগ্রাম পোস্ট স্মৃতি মন্ধানার