
Shubman Gill: অধিনায়ক হিসেবে তিনি ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে (2027 ICC Men's Cricket World Cup) দুই প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) দলে চাইবেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগের দিন সাংবাদিক বৈঠকে এমনই জানালেন ভারতের ওডিআই দলের বর্তমান অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। তাঁর বার্তা, 'রোহিত ও বিরাটের যে অভিজ্ঞতা ও দক্ষতা আছে, তা খুব কম খেলোয়াড়েরই আছে। ওরা দু'জন ভারতকে যত ম্যাচ জিতিয়েছে, তা খুব কম খেলোয়াড়ই পেরেছে। এই ধরনের দক্ষতা, গুণ ও অভিজ্ঞতা বিশ্বের খুব কম খেলোয়াড়েরই আছে। ওরা ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলে থাকার দৌড়ে আছে।'
রোহিতের নেতৃত্বে টেস্ট, ওডিআই, টি-২০ ফর্ম্যাটে খেলেছেন শুবমান। তিনি জানিয়েছেন, প্রাক্তন অধিনায়কের কাছ থেকে অনেককিছু শিখেছেন। সে প্রসঙ্গে শুবমান বলেছেন, ‘রোহিত ভাইয়ের কাছ থেকে আমি অনেক গুণ আয়ত্ত করার চেষ্টা করেছি। তিনি যেভাবে শান্ত থাকেন এবং দলের সবার সঙ্গে যেভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেন, তা আমি করতে চাই। আমি ওঁর মতো হতে চাই। ওঁর এই গুণগুলি আমি নিজের মধ্যে দেখতে চাই।’
রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ (2023 ICC Men's Cricket World Cup) ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল। এরপর ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ (2024 ICC Men's T20 World Cup) জেতে ভারত। এ বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিও (ICC Champions Trophy 2025) জিতেছে ভারতীয় দল। কিন্তু এই সাফল্যের পরেও রোহিতকে ওডিআই দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিসিসিআই-এর এই সিদ্ধান্তে ক্রিকেট মহলের অনেকেই অখুশি। তবে শুবমান স্পষ্ট করে দিয়েছেন, তিনি দুই প্রাক্তন অধিনায়কের প্রতি শ্রদ্ধাশীল। তাঁদের সঙ্গে নিয়েই বিশ্বকাপে খেলতে চান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।