ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট: অস্ট্রেলিয়া সফরের আগে শেষ ম্যাচে ভারতীয় দলে বদল হবে?

Published : Oct 09, 2025, 04:23 PM ISTUpdated : Oct 09, 2025, 04:37 PM IST
India vs West Indies 1st Test

সংক্ষিপ্ত

India vs West Indies: শুক্রবার দিল্লির (Delhi) অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। ভারতীয় দল প্রথম টেস্ট ম্যাচে ইনিংসে জয় পাওয়ার পর দ্বিতীয় টেস্টেও সহজ জয় পাওয়ার লক্ষ্যে।

DID YOU KNOW ?
ইনিংসে জয় ভারতের
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ইনিংসে জয় পেয়েছে ভারতীয় দল।

India vs West Indies Test Match: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলে কি বদল হতে চলেছে? বোলিং বিভাগে বদল নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছে। এবার ব্যাটিং বিভাগে সম্ভাব্য বদল নিয়েও জল্পনা চলছে। পেসার মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) বিশ্রাম দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে। যদি সত্যিই সিরাজকে বিশ্রাম দেওয়া হয়, তাহলে প্রসিদ্ধ কৃষ্ণকে (Prasidh Krishna) সুযোগ দেওয়া হতে পারে। সাই সুদর্শনের (B Sai Sudharsan) পরিবর্তে দেবদত্ত পাড়িক্কলকে (Devdutt Padikkal) খেলার সুযোগ দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও দ্রুত খেলা শেষ করাই ভারতীয় দলের লক্ষ্য। কারণ, তাহলে অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজ শুরু হওয়ার আগে কয়েকদিন বিশ্রাম পাবেন শুবমান গিলরা (Shubman Gill)। ভারতীয় দলের ব্যাটিং বিভাগে বদল আনার একমাত্র কারণ হতে পারে পরীক্ষা-নিরীক্ষা এবং সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলার সুযোগ দেওয়া।

পিচ কেমন আচরণ করতে পারে?

দিল্লির (Delhi) অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) বাউন্ডারি ছোট। ফলে বড় শট খেলতে পারলেই বাউন্ডারি, ওভার-বাউন্ডারি পাওয়া যায়। এই স্টেডিয়ামের পিচ বরাবরই ব্যাটারদের সাহায্য করে। এবারও প্রথম দুই-তিন দিন ব্যাটাররা সাহায্য পেতে পারেন। তবে ম্যাচ যত এগোবে ততই স্পিনারদের সহায়ক হয়ে উঠতে পারে পিচ। সম্প্রতি দিল্লিতে বৃষ্টি হয়েছে। তাপমাত্রাও কিছুটা কমেছে। ফলে দু'দলের ক্রিকেটারদেরই সুবিধা হতে পারে।

ওয়েস্ট ইন্ডিজ দলে বদল হবে?

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কোনও খেলোয়াড়ই বিশেষ লড়াই করতে পারেননি। কয়েকদিন মধ্যেই ক্যারিবিয়ানরা ঘুরে দাঁড়িয়ে ভালো পারফরম্যান্স দেখাবেন, এমন আশা কেউই করছেন না। সহ-অধিনায়ক জোমেল ওয়ারিকান (Jomel Warrican) একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। এই স্পিনারের বোলিংয়ে অনায়াসে রান করে চলেছেন ভারতের ব্যাটাররা। দিল্লিতে স্পিনারদের সহায়ক পিচে ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করবেন ওয়ারিকান। বাঁ হাতি পেসার জেডিয়া ব্লেডসকে (Jediah Blades) খেলার সুযোগ দেওয়া হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
শুক্রবার ভারত-ওয়েস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে।
শুক্রবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম