টি-২০ বিশ্বকাপে যোগদান নিয়ে হুঁশিয়ারি দেয়নি আইসিসি, দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের

Published : Jan 07, 2026, 03:06 PM IST
Bangladesh Cricket Team

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: বাংলাদেশকে (Bangladesh) বাদ দিয়েই কি এবার পুরুষদের টি-২০ বিশ্বকাপ হবে? সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, ভারতে দল না পাঠানোর দাবিতে সরব বাংলাদেশের বহু মানুষ। 

DID YOU KNOW ?
মুস্তাফিজুরকে নিয়ে জট
বিসিসিআই-এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরেই ভারত-বাংলাদেশের মধ্যে জটিলতা তৈরি হয়েছে।

Bangladesh Cricket Board: ভারত-বিরোধী জনগণের দাবিকে গুরুত্ব দিয়ে ভারতের মাটিতে হতে চলা টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। এই সম্ভাবনা বাড়ছে। কারণ, আইসিসি ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি খারিজ করে দিয়েছে। ফলে টি-২০ বিশ্বকাপে খেলতে হলে কলকাতা (Kolkata) ও মুম্বইতেই (Mumbai) ম্যাচ খেলতে হবে মুস্তাফিজুর রহমানদের (মুস্তাফিজুর রহমান)। এই পরিস্থিতিতে নিজদের মুখরক্ষার তাগিদে টি-২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে, টি-২০ বিশ্বকাপে যোগ দেওয়ার বিষয়ে আইসিসি-র পক্ষ থেকে কোনও হুঁশিয়ারি দেওয়া হয়নি। এই টুর্নামেন্টে না খেললে পয়েন্ট কাটা যাওয়ার সম্ভাবনা নেই। অন্য কোনও ক্ষতির মুখেও পড়তে হবে না।

কী সিদ্ধান্ত নেবে বিসিবি?

বিসিবি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ভারতে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বোর্ড যে আবেদন জানিয়েছিল, সে বিষয়ে আইসিসি-র কাছ থেকে জবাব পেয়েছে বিসিবি। দলের ম্যাচ সরিয়ে নেওয়ার যে আবেদন জানানো হয়েছিল, সে বিষয়েও জবাব দিয়েছে আইসিসি।' বিসিবি সূত্রে জানা গিয়েছে, বুধবারই সভাপতি আমিনুল ইসলাম (BCB president Aminul Islam) বোর্ডের ডিরেক্টরদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে যোগ দিচ্ছেন। এই বৈঠকের পর বিসিবি ডিরেক্টররা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের (Asif Nazrul) সঙ্গে দেখা করবেন। তারপরেই টি-২০ বিশ্বকাপে যোগ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশকে বাদ দিয়েই হবে টি-২০ বিশ্বকাপ?

বাংলাদেশ যদি সত্যিই টি-২০ বিশ্বকাপ থেকে সরে যায়, তাহলে তাদের পরিবর্তে অন্য কোনও দলকে খেলার সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে বাংলাদেশ সরে গেলে অন্য কোনও দলকে নিতেই পারে আইসিসি। সেই সম্ভাবনা রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৭ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ ২০২৬।
টি-২০ বিশ্বকাপের সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচ। তবে বাংলাদেশ সেই ম্যাচে খেলবে কি না স্পষ্ট নয়।
Read more Articles on
click me!

Recommended Stories

সরে যেতে চলেছে ভারতীয় স্পনসর, আর্থিক ক্ষতি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের
England vs Australia: নাইট ক্লাবে মারামারি! হ্যারি ব্রুককে জরিমানা, টি-২০ বিশ্বকাপের অধিনায়ক ক্ষমা চাইলেন