IPL 2026: মার্চের শেষ সপ্তাহে শুরু হতে চলেছে আইপিএল ২০২৬। এই লিগ শুরু হওয়ার আগে বাংলাদেশের (Bangladesh) পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) থেকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে।
KNOW
Mustafizur Rahman: আইপিএল-এর (IPL 2026) ইতিহাসে সবচেয়ে বেশি দর পাওয়া ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়ে আনন্দের সাগরে ভাসছিলেন। কিন্তু বিসিসিআই-এর (BCCI) এক সিদ্ধান্তে রুক্ষ জমিতে আছড়ে পড়লেন বাংলাদেশের (Bangladesh) পেসার মুস্তাফিজুর রহমান। তিনি এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) থেকে বাদ পড়েছেন এই ক্রিকেটার। শুধু এখানেই তাঁর বিড়ম্বনা শেষ হচ্ছে না, ক্ষতিপূরণ হিসেবে এক টাকাও পাচ্ছেন না মুস্তাফিজুর। তিনি যেহেতু কেকেআর দলে যোগ দেননি এবং কোনও ম্যাচ খেলেননি, এই কারণেই তাঁকে ক্ষতিপূরণ হিসেবে টাকা দেওয়া হবে না। আবু ধাবিতে (Abu Dhabi) এবারের আইপিএল-এর মিনি নিলামে (IPL 2026 Mini-Auction) ৯.২০ কোটি টাকা দিয়ে মুস্তাফিজুরকে দলে নেয় কেকেআর। কিন্তু বিসিসিআই-এর নির্দেশে বাংলাদেশের এই ক্রিকেটারকে দল থেকে বাদ দিতে বাধ্য হয় শাহরুখ খানের (Shah Rukh Khan) মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি।
মুস্তাফিজুরের পরিবর্ত কে হবেন?
এবারের আইপিএল-এর নিলামে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) সঙ্গে লড়াই করে মুস্তাফিজুরকে দলে নেয় কেকেআর। কিন্তু এই ক্রিকেটারকে খেলানো সম্ভব হল না। বিসিসিআই জানিয়েছে, মুস্তাফিজুরের পরিবর্তে অন্য কোনও ক্রিকেটারকে দলে নিতে পারবে কেকেআর। তবে কাকে দলে নেওয়া হবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি কেকেআর ম্যানেজমেন্ট।
বিমার টাকাও পাচ্ছেন না মুস্তাফিজুর
বিসিসিআই-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানিয়েছেন, ‘আইপিএল-এ যে ক্রিকেটাররা খেলেন, তাঁদের বেতন বিমার আওতায় থাকে। বিদেশের যে ক্রিকেটাররা আইপিএল-এ খেলেন, তাঁরা দলে যোগ দেওয়ার পর বা টুর্নামেন্ট চলাকালীন চোট পেয়ে ছিটকে গেলে সাধারণত ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে তাঁদের অর্থ দেওয়া হয়। বিমা থেকে সাধারণত মোট বেতনের ৫০ শতাংশ অর্থ পাওয়া যায়। এই বিমা ভারতের জাতীয় দলের ক্রিকেটারদের পক্ষে ভালো। কারণ, বিসিসিআই-এর সঙ্গে যে ক্রিকেটাররা চুক্তিবদ্ধ, তাঁরা চোট পেয়ে খেলতে না পারলেও, টাকা পেয়ে যান।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


