
Bangladesh Cricket Team: বাংলাদেশ ক্রিকেট দল কি এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) যোগ দেবে না ভারতে খেলতে আসতে অস্বীকার করে সরে দাঁড়াবে? বুধবার আইসিসি-র বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভারতীয় সময় অনুযায়ী বিকেল সাড়ে চারটেয় শুরু হবে আইসিসি বোর্ডের সভা। এই সভায় আইসিসি-র সদস্য দেশগুলির প্রতিনিধিরা থাকবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) পক্ষ থেকে বাংলাদেশেরপ প্রতি সমর্থনের কথা জানানো হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে আইসিসি-র অন্য সদস্য দেশগুলি বিসিসিআই-এর (BCCI) বিরোধিতা করে পাকিস্তান ও বাংলাদেশের পাশে থাকবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। ফলে এই সভায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে, হয় বাংলাদেশ দল ভারতে এসেই টি-২০ বিশ্বকাপে খেলবে, না হলে তাদের বাদ দিয়েই এই সভা হবে।
বাংলাদেশের ক্রিকেট মহল আশা করছে, পিসিবি তাদের প্রতি সমর্থনের কথা জানানোয় আইসিসি ও বিসিসিআই-এর উপর চাপ তৈরি হয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতি হল, বিসিসিআই-এর বিরোধিতা করার মতো আর্থিক ক্ষমতা ও প্রভাব পিসিবি বা বিসিবি-র নেই। সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই। আইসিসি-র পক্ষে বিসিসিআই-এর বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। ফলে বাংলাদেশ যতই পাকিস্তানের সমর্থনে বিসিসিআই-এর উপর চাপ তৈরি করার স্বপ্ন দেখুক না কেন, সেই স্বপ্নপূরণ হওয়ার আশা কম।
বাংলাদেশের পক্ষ থেকে এখনও দাবি করা হচ্ছে, ভারতে নিরাপত্তার অভাব রয়েছে। কিন্তু আইসিসি-র পক্ষ থেকে আগেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভারতে নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই। ফলে বাংলাদেশের দাবি মেনে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় (Sri Lanka) সরিয়ে দেওয়ার সম্ভাবনা কম। ফলে হয় বাংলাদেশকে মাথা নিচু করে ভারতেই খেলতে আসতে হবে, না হলে টি-২০ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।