2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপে ভারতে দল পাঠাতে না চেয়ে অনেক অজুহাত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। এবার তারা নতুন দাবি জানিয়ে বসল। তবে আইসিসি এই দাবি মানবে কি না, তা স্পষ্ট নয়।

DID YOU
KNOW
?
ঢাকায় আইসিসি প্রতিনিধি
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের যোগ দেওয়া নিয়ে জটিলতা দূর করতে আলোচনার জন্য ঢাকায় প্রতিনিধি পাঠিয়েছে আইসিসি।

Bangladesh Cricket Board: টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) গ্রুপ বদল করতে হবে। আইসিসি-র কাছে এমনই দাবি জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসি-র ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ এবং ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনার সঙ্গে বৈঠকে বিসিবি-র পক্ষ থেকে বলা হয়েছে, ভারত থেকে সরিয়ে বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় (Sri Lanka) দেওয়া হোক। প্রয়োজনে বাংলাদেশ দলকে অন্য গ্রুপে রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে। আইসিসি-র প্রতিনিধি হিসেবে ঢাকায় (Dhaka) গিয়েছেন অ্যান্ড্রু। তবে ভিসা পেতে দেরি হওয়ায় ঢাকা পৌঁছতে পারেননি গৌরব। অ্যান্ড্রু যখন বিসিবি কর্তাদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেন, তখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই বৈঠকে যোগ দেন গৌরব। তিনিও বিসিবি কর্তাদের বক্তব্য শোনেন।

ভারতে আসা এড়াতে নানা ফন্দি বাংলাদেশের

বিসিবি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার স্পষ্ট করে দিয়েছে, তারা টি-২০ বিশ্বকাপে ভারতে দল পাঠাতে নারাজ। এই কারণেই নানা ফন্দি-ফিকির করা হচ্ছে। আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিসিবি-র পক্ষ থেকে যোগ দেন সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মহম্মদ সাখাওয়াৎ হোসেন ও ফারুক আহমেদ, ডিরেক্টর ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন এবং প্রধান নির্বাহী কর্তা নিজামুদ্দিন চৌধুরী। তাঁরা বুঝিয়ে দেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতে দল পাঠাতে রাজি নয়। এর কারণ হিসেবে ফের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ, সমর্থক, সাংবাদিক এবং বিসিবি কর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগর কথা জানানো হয়। আইসিসি আগেই ভারতে নিরাপত্তার অভাবের দাবি খারিজ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশ এখনও একই কথা বলে যাচ্ছে।

কী সিদ্ধান্ত নেবে আইসিসি?

ঢাকায় এই বৈঠকের পরেও আইসিসি-র পক্ষ থেকে কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি। বিসিবি সূত্রে জানা গিয়েছে, আইসিসি প্রতিনিধিরা জানিয়েছেন, তাঁরা নিজেদের মধ্যে বৈঠকের পর সিদ্ধান্তের কথা জানাবেন। আইসিসি-র সঙ্গে সহযোগিতা করার বার্তা দিয়েছেন বাংলাদেশের ক্রিকেট কর্তারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।