ভারতীয় এ দলের হয়ে ৩২ বলে শতরান, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি বৈভব সূর্যবংশী

Published : Nov 14, 2025, 07:23 PM ISTUpdated : Nov 14, 2025, 08:02 PM IST
Vaibhav Suryavanshi

সংক্ষিপ্ত

Vaibhav Suryavanshi Century: আইপিএল-এ (IPL 2025) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে খেলার সুযোগ পেয়েই চমকপ্রদ পারফরম্যান্সের পর ভারতীয় এ দলের হয়েও অসাধারণ ব্যাটিং করে চলেছেন বৈভব সূর্যবংশী।

DID YOU KNOW ?
শিশু দিবসে শতরান
শুক্রবার শিশু দিবসে ভারতীয় এ দলের হয়ে অসাধারণ ব্যাটিং করলেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী। তিনি অসাধারণ শতরান করলেন।

ACC Mens Asia Cup Rising Stars 2025: আইপিএল-এ (IPL 2025) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে গুজরাট টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে ৩৫ বলে শতরান করেছিলেন। এবার এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫-এ ভারতীয় এ দলের হয়ে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে (India A vs United Arab Emirates) ৩২ বলে শতরান করলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ১৪ বছর বয়সি এই ব্যাটার শুক্রবার দোহায় (Doha) অসামান্য ব্যাটিং করলেন। তিনি টি-২০ ফর্ম্যাটে দ্বিতীয় শতরান করলেন। তাঁর এই ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও ১৫টি ওভার-বাউন্ডারি। পুরুষদের টি-২০ ক্রিকেটে ভারতের ব্যাটারদের মধ্যে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম শতরান করার নজির গড়লেন বৈভব। তিনি যেভাবে ব্যাটিং করে চলেছেন, তাতে খুব তাড়াতাড়ি ভারতের সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পেয়ে যেতে পারেন। ভারতের সবচেয়ে কম বয়সি পুরুষ ক্রিকেটার হিসেবে সিনিয়র দলের হয়ে খেলার সুযোগও পেতে পারেন বৈভব।

ক্রিস গেইলের রেকর্ড ভাঙার সুযোগ হারালেন বৈভব

শুক্রবার ভারতীয় এ দল টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২৯৭ রান করে। ওপেনার বৈভব ৪২ বলে ১৪৪ রান করে আউট হয়ে যান। টি-২০ ফর্ম্যাটে কোনও ম্যাচে সর্বাধিক ১৭৫ রানের রেকর্ডের মালিক ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল (Chris Gayle)। এদিন বৈভবের সামনে তাঁর রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ ছিল। কিন্তু ভারতের ইনিংসের ১৩-তম ওভারে আউট হয়ে যান বৈভব। এই কিশোর ব্যাটারের সামনে সংযুক্ত আরব আমিরশাহির বোলারদের অসহায় দেখায়। তাঁরা কোথায় বল ফেলবেন বুঝতে পারছিলেন না।

 

 

জিতেশ শর্মারও ঝোড়ো ব্যাটিং

এদিন বৈভবের পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করেন জিতেশ শর্মা (Jitesh Sharma)। এই উইকেটকিপার-ব্যাটারই ভারতীয় এ দলের অধিনায়ক। তিনি ৩২ বলে ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি। নমন ধীর (Naman Dhir) ২৩ বলে ৩৪ রান করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
টি-২০ ফর্ম্যাটে দ্বিতীয় শতরান করলেন বৈভব সূর্যবংশী।
আইপিএল-এ ৩৫ বলে শতরান করেছিলেন। এবার ভারতীয় এ দলের হয়ে ৩২ বলে শতরান বৈভব সূর্যবংশীর।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম