Vijay Hazare Trophy Elite 2025-26: বিসিসিআই-এর (BCCI) নির্দেশ মেনে এবার ঘরোয়া ক্রিকেটে খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে সিকিমের বিরুদ্ধে (Mumbai vs Sikkim) খেলতে নেমেই শতরান করলেন রোহিত শর্মা (Rohit Sharma)।
KNOW
Rohit Sharma: রোহিত শর্মা যেদিন মেজাজে থাকেন সেদিন কোনও বোলারের পক্ষেই তাঁকে থামানো সম্ভব হয় না। বিভিন্ন দেশের বোলাররা সেটা টের পেয়েছেন। এবার সিকিমের বোলাররাও রোহিতের আক্রমণের মুখে বিধ্বস্ত হয়ে গেলেন। বুধবার বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy Elite 2025-26) মুম্বইয়ের হয়ে সিকিমের বিরুদ্ধে (Mumbai vs Sikkim) খেলতে নামেন রোহিত। বাইচুং ভুটিয়ার (Bhaichung Bhutia) রাজ্যের ক্রিকেট দল কোনওদিনই শক্তিশালী নয়। ফলে সিকিমের বিরুদ্ধে মুম্বই যে সহজ জয় পাবে, তা প্রত্যাশিতই ছিল। দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমে রোহিত কেমন ব্যাটিং করেন, সেদিকেই সবার নজর ছিল। জয়পুরের (Jaipur) সওয়াই মানসিং স্টেডিয়ামে (Sawai Mansingh Stadium) এই ম্যাচে রোহিতের খেলা দেখার জন্যই ১০ হাজারেরও বেশি দর্শক হাজির হন। তাঁদের হতাশ করলেন না এই তারকা।
৬২ বলে শতরান রোহিতের
মুম্বইয়ের বিরুদ্ধে এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সিকিম। তারা খারাপ ব্যাটিং করেনি। সাত উইকেট হারিয়ে ২৩৬ রান করে সিকিম। অধিনায়ক আশিস থাপা (Ashish Thapa) ৭৯ রান করেন। রান তাড়া করতে নেমে অনায়াসে ব্যাটিং করতে থাকেন মুম্বইয়ের ওপেনার রোহিত ও অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। ওপেনিং জুটিতে যোগ হয় ১৪১ রান। রঘুবংশী ৩৮ রান করে আউট হয়ে গেলেও, ৬২ বলে শতরান পূর্ণ করেন রোহিত। তিনি শতরান করার পথে আটটি ওভার-বাউন্ডারি ও নয়টি বাউন্ডারি মারেন।
লিস্ট এ ক্রিকেটে দ্রুততম শতরান
ওডিআই ফর্ম্যাটে রোহিতের দ্রুততম শতরান ৬৩ বলে। ২০২৩ সালে নয়াদিল্লির (New Delhi) অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে এই রান করেন ভারতীয় দলের তৎকালীন অধিনায়ক। তিনি বুধবার সিকিমের বিরুদ্ধে ৬২ বলে শতরান করলেন। এটাই লিস্ট এ ক্রিকেটে তাঁর দ্রুততম শতরান। আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন রোহিত। তিনি বুঝিয়ে দিলেন, ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমেও তাঁর মোটিভেশনের অভাব নেই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


