Vijay Hazare Trophy Elite 2025-26: এবারের বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের (Mumbai) হয়ে খেলছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এই তারকা ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে ফেরায় বিজয় হাজারে ট্রফির গুরুত্ব বেড়ে গিয়েছে।

DID YOU
KNOW
?
ঘরোয়া ক্রিকেটে রোহিত
মুম্বইয়ের হয়ে এবার বিজয় হাজারে ট্রফিতে খেলছেন রোহিত শর্মা। প্রথম ম্যাচেই তিনি শতরান করেছেন।

Rohit Sharma: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এক ছবি ছড়িয়ে পড়েছে। পাশাপাশি দাঁড়িয়ে দুই ক্রিকেটার। তাঁদের মধ্যে একজন রোহিত শর্মা। কিন্তু তাঁর পাশে যিনি দাঁড়িয়ে তাঁকে দেখেও রোহিতই মনে হচ্ছে। অনেকের মনেই কৌতূহল তৈরি হয়, একেবারে রোহিতের মতো দেখতে এই ক্রিকেটার কে? শেষপর্যন্ত জানা গেল, এই ক্রিকেটারের নাম হার্দিক তামোরে (Hardik Tamore)। তিনি মুম্বই (Mumbai Cricket Team) দলের উইকেটকিপার। রোহিতের সঙ্গেই চলতি বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy Elite 2025-26) খেলছেন হার্দিক। রোহিত যখন স্লিপে ফিল্ডিং করছেন, তখন তাঁরা পাশাপাশি থাকছেন। অনেকে মজা করে বলছেন, রোহিতের চেয়েও হার্দিককে দেখে বেশি রোহিত মনে হচ্ছে। এই দুই ক্রিকেটারের চেহারার সাদৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে।

ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স হার্দিকের

মুম্বই দলে রোহিতের এই সতীর্থ ক্রিকেটার বেশ কিছুদিন ধরে ঘরোয়া ক্রিকেটে খেলছেন। তিনি ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। উইকেটকিপিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দলকে ভরসা দিচ্ছেন হার্দিক। ১৯৯৭ সালের ২০ অক্টোবর মহারাষ্ট্রের (Maharashtra) থানেতে (Thane) জন্ম হয় এই ক্রিকেটারের। মুম্বইয়ের সিনিয়র দলের হয়ে সব ফর্ম্যাটেই খেলছেন এই উইকেটকিপার-ব্যাটার। সব ফর্ম্যাটেই তিনি ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। ২০১৯-২০ মরসুমে মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিষেক হয়। শুরু থেকেই তিনি দলকে ভরসা দিতে থাকেন। ২০২১-২২ মরসুমের রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) তিনি নজর কেড়ে নেন। সেবার ফাইনালে পৌঁছে যায় মুম্বই। সেমি-ফাইনালে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিরুদ্ধে অপরাজিত শতরান করেন হার্দিক। তিনি যে চাপের মুখে ভালো পারফরম্যান্স দেখাতে পারেন, সেটা দেখিয়ে দিয়েছেন।

Scroll to load tweet…

মিডল অর্ডার ব্যাটার হার্দিক

মুম্বইয়ের এই উইকেটকিপার-ব্যাটার মিডল অর্ডারে ব্যাটিং করেন। তিনি শুরু থেকেই বড় শট খেলার বদলে ইনিংস গড়ে তোলার উপর জোর দেন। স্ট্রাইক রোটেট করা, গ্যাপ খুঁজে নেওয়া, দলের প্রয়োজনে দ্রুত রান তোলার ক্ষেত্রে দক্ষ হার্দিক। এই কারণেই তাঁর উপর ভরসা করছে মুম্বই দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।