পুরনো ঘটনার জন্য দ্রাবিড়ের কাছে ক্ষমা চেয়ে নৈশভোজে আমন্ত্রণ ডোনাল্ডের

Published : Dec 16, 2022, 01:10 AM IST
Allan Donald

সংক্ষিপ্ত

ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার অ্যালান ডোনাল্ড। তিনি দ্রাবিড়কে নৈশভোজে আমন্ত্রণও জানিয়েছেন।

২৫ বছরের পুরনো ঘটনার জন্য ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের কাছে ক্ষমা চেয়ে নিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার অ্য়ালান ডোনাল্ড। তিনি এখন বাংলাদেশের বোলিং কোচ। তিনি যখন দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতেন, তখন ১৯৯৭ সালে ডারবানে একটি ম্যাচে দ্রাবিড়ের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন ডোনাল্ড। সেই ঘটনার জন্যই দ্রাবিড়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন ডোনাল্ড। তিনি দ্রাবিড়কে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। দ্রাবিড় তাঁর প্রাক্তন প্রতিপক্ষের ক্ষমাপ্রার্থনা খুশি মনে গ্রহণ করেছেন এবং নৈশভোজে যেতেও রাজি হয়েছেন। তবে দ্রাবিড় বলেছেন, ডোনাল্ডকে খাবারের দাম দিতে হবে। খেলোয়াড় জীবনে ব্যাটারদের কাছে আতঙ্কের অপর নাম ছিলেন ডোনাল্ড। বিশেষ করে ডারবানের পিচে তাঁর বোলিং সামলাতে রীতিমতো বেগ পেতে হত ব্যাটারদের। ১৯৯৭ সালের দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলও সমস্যায় পড়েছিল। সেই সফরেই ডোনাল্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন দ্রাবিড়। এত বছর পরেও সেই ঘটনার রেশ থেকে গিয়েছে।

ডারবানের সেই ম্যাচ প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে ডোনাল্ড জানিয়েছেন, 'ডারবানে একটি খারাপ ঘটনা ঘটেছিল। আমি সেই ঘটনা নিয়ে কোনও কথা বলতে চাই না। রাহুল দ্রাবিড়সচিন তেন্ডুলকর মাঠের বিভিন্ন দিকে শট খেলছিল। আমি একটু ওভারস্টেপ করে ফেলি। রাহুলের জন্য আমার প্রচণ্ড শ্রদ্ধা রয়েছে। আমি রাহুলের সঙ্গে দেখা করে ফের ওর কাছে সেই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিতে চাই। রাহুল, তুমি যদি এই সাাক্ষাৎকার শোনো, তাহলে আমি তোমার সঙ্গে নৈশভোজে যেতে চাই।'

এরপর একটি সাক্ষাৎকারে দ্রাবিড় বলেন, 'আমি ডোনাল্ডের সঙ্গে নৈশভোজে যেতে চাই। বিশেষ করে যখন ও খাবারের দাম দিচ্ছে।'

দ্রাবিড় ও ডোনাল্ড এখন চট্টগ্রামে আছেন। ভারত-বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ চলছে। ওডিআই সিরিজ ২-১ ফলে জিতেছে বাংলাদেশ। তবে টেস্ট সিরিজে চালকের আসনে ভারতীয় দল। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ৮ উইকেট খুইয়ে বসেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ভারতীয় দল ৪০৪ রান করেছে। জবাবে দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ১৩৩। তৃতীয় দিন ভারতীয় দলের লক্ষ্য থাকবে বাংলাদেশকে দ্রুত অলআউট করে দ্বিতীয় ইনিংসে বড় স্কোর করে দ্বিতীয় বাংলাদেশকে অলআউট করে ম্যাচ জিতে নেওয়া। দ্বিতীয় দিনের শেষে ম্যাচের যা পরিস্থিতি, তাতে ম্যাচ ৫ দিনে গড়াবে বলে মনে হচ্ছে না। তার আগেই ম্যাচ জিতে নিতে পারে ভারতীয় দল।

আরও পড়ুন-

নিউজিল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন, নতুন অধিনায়ক টিম সাউদি

বাংলাদেশ সফর থেকে ফিরেই রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে শতরান ঈশান কিষানের

সূর্যকুমার যাদবকে টপকে এ বছর সব ফর্ম্যাট মিলিয়ে ভারতের সর্বাধিক রান সংগ্রহকারী শ্রেয়াস আইয়ার

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?