'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার

Published : Dec 10, 2025, 09:45 PM ISTUpdated : Dec 10, 2025, 10:04 PM IST
Smriti Mandhana's Cricketing Journey

সংক্ষিপ্ত

Smriti Mandhana: বিয়ে ভেঙে যাওয়ার পর বুধবার প্রথমবার প্রকাশ্যে এলেন স্মৃতি মন্ধানা। এই বিশ্বকাপজয়ী ক্রিকেটার এক অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্যও পেশ করলেন। তিনি ব্যক্তিগত জীবনের সমস্যা মিটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন।

DID YOU KNOW ?
স্বাভাবিক জীবনে স্মৃতি
স্মৃতি মন্ধানার জীবনে বিপর্যয় নেমে আসার পর ২ সপ্তাহ কেটে গিয়েছে। এই ক্রিকেটার এবার স্বাভাবিক জীবনে ফিরছেন।

Amazon Smbhav Summit: ব্যক্তিগত জীবনের যাবতীয় ঝড়ঝাপটা সামলে, সবচেয়ে কঠিন সময় পার করে স্বাভাবিক জীবনে ফেরার জন্য ক্রিকেটকেই আঁকড়ে ধরছেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। বুধবার নয়াদিল্লিতে (New Delhi) ভারত মণ্ডপমে (Bharat Mandapam) 'অ্যামাজন সম্ভব সামিট'-এ যোগ দেন তিনি। বিয়ে ভেঙে যাওয়ার পর এদিনই প্রথমবার প্রকাশ্যে এলেন তিনি। এই অনুষ্ঠানে জাতীয় দলে স্মৃতির সতীর্থ হরমনপ্রীত কউরও (Harmanpreet Kaur) ছিলেন। তাঁর সঙ্গে সৌজন্য বিনিময় করেন স্মৃতি। এরপর বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় অন্য কোনও কিছুকে ক্রিকেটের চেয়ে বেশি ভালোবাসি। ভারতীয় জার্সি পরাই সেই অনুপ্রেরণা যা আমাদের এগিয়ে নিয়ে যায়। আপনি সব সমস্যা একপাশে সরিয়ে রাখতে পারেন। এই ভাবনাই আপনাকে জীবনে মন দিতে সাহায্য করে।’

এক যুগ ধরে আন্তর্জাতিক ক্রিকেটে স্মৃতি

২০১৩ সালে প্রথমবার ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পান স্মৃতি। তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে মহিলাদের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হয়ে উঠেছেন। সম্প্রতি মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) জিতেছে ভারতীয় দল। এই সাফল্যে স্মৃতির অবদান রয়েছে। বিশ্বকাপ জেতার পরেই এই তারকার জীবনে বিপর্যয় নেমে এসেছে। তবে তিনি কঠিন সময় পিছনে ফেলে রেখে এগিয়ে যেতে চাইছেন।

ছোটবেলার স্বপ্নপূরণ হয়েছে স্মৃতির

ভারত মণ্ডপমে এই অনুষ্ঠানে স্মৃতি আরও বলেছেন, ‘ছোটবেলা থেকেই আমি ব্যাটিং করার জন্য পাগল ছিলাম। কেউ বুঝতে পারত না কিন্তু আমি সবসময় বিশ্বচ্যাম্পিয়ন হতে চাইতাম। আমরা বছরের পর বছর ধরে যে লড়াই করেছি, এই বিশ্বকাপ তারই পুরস্কার। আমরা এর জন্য অধীরভাবে অপেক্ষা করছিলাম। আমি ১২ বছরেরও বেশি সময় ধরে খেলছি। অনেকবারই ম্যাচের ফল আমাদের পক্ষে যায়নি। ফাইনালের আগে আমরা বিশ্বকাপ জয়ের দৃশ্যের কথা মনে মনে কল্পনা করেছিলাম। তারপর যখন স্ক্রিনে তা দেখতে পাই, তখন গায়ে কাঁটা দিচ্ছিল। সেটা অবিশ্বাস্য মুহূর্ত ছিল।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মন্ধানা।
পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর বুধবার প্রথমবার প্রকাশ্য অনুষ্ঠানে যোগ দিলেন স্মৃতি মন্ধানা।
Read more Articles on
click me!

Recommended Stories

দেখা হল হরমনপ্রীত কউরের সঙ্গে, বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মন্ধানা
আইপিএল ২০২৬ নিলাম: ভেঙ্কটেশ আইয়ারকে দলে ফেরাবে কলকাতা নাইট রাইডার্স?