Smriti Mandhana: স্মৃতি মন্ধানাকে নিয়ে বেশ কিছুদিন ধরেই যে চর্চা চলছে, তা অব্যাহত। আপাতত মাঠের বাইরে এই বিশ্বকাপজয়ী ক্রিকেটারের ব্যক্তিগত জীবন নিয়েই দেশজুড়ে আলোচনা চলছে।
KNOW
Smriti Mandhana's Instagram post: দেশজুড়ে তাঁকে নিয়ে যে আলোচনা চলছে, তার পরিপ্রেক্ষিতে সরাসরি মুখ খোলেননি। কিন্তু ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন স্মৃতি মন্ধানা। তিনি সাম্প্রতিকতম পোস্টে লিখেছেন, ‘আমার কাছে শান্ত থাকা মানেই নীরব থাকা নয়। এটা নিয়ন্ত্রণ।’ এই পোস্টের মাধ্যমে স্মৃতি কী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের মধ্যে আলোচনা চলছে। এর আগে রবিবার এক সংক্ষিপ্ত বিবৃতি জারি করে এই ক্রিকেটার বলেন, তিনি সবার উদ্দেশ্যে ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকার আবেদন জানাচ্ছেন। তিনি ব্যক্তিগত জীবনের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে সম্মান জানানোর জন্য অনুরাগীদের কাছে অনুরোধ করেন। এরপর এই ইনস্টাগ্রাম পোস্ট। ফলে ফের চর্চায় স্মৃতি। তিনি যতই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা বন্ধ করতে চান না কেন, তাঁর ব্যক্তিগত জীবনই এখন আলোচনার কেন্দ্রে।
পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে হচ্ছে না স্মৃতির
পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে স্মৃতির বিয়ে আচমকা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়ার পর বাতিলই হয়ে গিয়েছে। এই ক্রিকেটার নিজেই জানিয়েছেন, তাঁর বিয়ে ভেঙে গিয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা না করার আর্জিও জানিয়েছেন স্মৃতি। কিন্তু সেটা আর হচ্ছে না। কারণ, তাঁর বিয়ে স্থগিত হয়ে যাওয়ার পর থেকেই নানা জল্পনা চলছিল। পলাশের পরিবারের একাধিক সদস্য মুখ খুলেছিলেন। তাঁরা দাবি করেছিলেন, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সবকিছু যে ঠিক নেই, তা বোঝা যাচ্ছিল। স্মৃতির পরিবারের কেউ প্রকাশ্যে এ বিষয়ে কিছু বলেননি। তাঁরা ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে নারাজ।
ক্রিকেটে মন দিতে চাইছেন স্মৃতি
ব্যক্তিগত জীবনের বিপর্যয় সামাল দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার জন্য ক্রিকেটকেই আঁকড়ে ধরতে চাইছেন স্মৃতি। তিনি আবার ভালো খেলতে শুরু করলেই বিয়ে ভেঙে যাওয়া নিয়ে আলোচনা থেমে যাবে। সে কথা ভালোভাবে জানেন বলেই মাঠে ফিরতে চাইছেন এই ক্রিকেটার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


