দেখা হল হরমনপ্রীত কউরের সঙ্গে, বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মন্ধানা

Published : Dec 10, 2025, 07:00 PM ISTUpdated : Dec 10, 2025, 07:10 PM IST
Smriti Mandhana and Harmanpreet Kaur

সংক্ষিপ্ত

Smriti Mandhana: পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে কোনও অনুষ্ঠানে যোগ দিলেন স্মৃতি মন্ধানা। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক হরমনপ্রীত কউরের (Harmanpreet Kaur) দেখা হল।

DID YOU KNOW ?
এবার কী করবেন স্মৃতি?
পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর ফের ক্রিকেটে মন দিচ্ছেন স্মৃতি মন্ধানা। তিনি স্বাভাবিক জীবনে ফিরছেন।

Smriti Mandhana-Harmanpreet Kaur: পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর বুধবার প্রথমবার প্রকাশ্যে কোনও অনুষ্ঠানে যোগ দিলেন স্মৃতি মন্ধানা। তিনি নয়াদিল্লিতে (New Delhi) ভারত মণ্ডপমে (Bharat Mandapam) এক অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গেই যোগ দেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কউর। দেখা হতেই তাঁকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করেন স্মৃতি। তাঁরা একে অপরের কুশল জিজ্ঞাসা করেন। হরমনপ্রীতের ম্যানেজার নূপুর কাশ্যপের (Noopur Kashyap) সঙ্গেও দেখা হয় স্মৃতির। তিনি নূপূরকেও আলিঙ্গন করেন। সম্প্রতি ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডলে স্মৃতি লিখেছেন, ‘আমার কাছে শান্ত থাকা মানেই নীরব থাকা নয়। এটা নিয়ন্ত্রণ।’ তিনি এই পোস্টের মাধ্যমে অনেককিছু বোঝাতে চেয়েছেন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হোক, তা চান না এই ক্রিকেটার। তিনি ব্যক্তিগত জীবনের বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক হয়ে ওঠার চেষ্টা করছেন।

ক্রিকেট মাঠে ফিরছেন স্মৃতি

পলাশের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার কথা ঘোষণা করার পরের দিনই স্মৃতির ভাই শ্রবণ সোশ্যাল মিডিয়ায় এক ছবি শেয়ার করেন। সেই ছবিতে দেখা যায়, ফের ক্রিকেট অনুশীলন শুরু করে দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা। শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতের মহিলা দল। বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে এই সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে। দলে আছেন স্মৃতি। ২১ ডিসেম্বর বিশাখাপত্তনমে (Visakhapatnam) সিরিজের প্রথম ম্যাচ। এখন সেই সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন স্মৃতি।

 

 

স্মৃতিকে নিয়ে আলোচনা অব্যাহত

স্মৃতি যতই ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করুন না কেন, তাঁকে নিয়ে আলোচনা অব্যাহত। পলাশকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় নানা মিম দেখা যাচ্ছে। তাঁর বিরুদ্ধে স্মৃতির সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে। এক বিবৃতি জারি করে সেই অভিযোগ অস্বীকার করেছেন পলাশ। কিন্তু তারপরেও তাঁকে নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। স্মৃতি অবশ্য এসব এড়িয়ে যেতে চাইছেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৩
২৩ নভেম্বর স্মৃতি মন্ধানা-পলাশ মুচ্ছলের বিয়ের দিন ছিল।
২৩ নভেম্বর স্মৃতি মন্ধানা-পলাশ মুচ্ছলের বিয়ের তারিখ ছিল। সব আচার-অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ে ভেঙে গেল।
Read more Articles on
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬ নিলাম: ভেঙ্কটেশ আইয়ারকে দলে ফেরাবে কলকাতা নাইট রাইডার্স?
আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং: রোহিত শর্মার সঙ্গে দূরত্ব কমিয়ে দ্বিতীয় স্থানে বিরাট কোহলি