পাকিস্তানে নিরাপত্তাব্যবস্থা নিয়ে ভারতের আশঙ্কার কারণ নেই, দাবি আফ্রিদির

এবারের এশিয়া কাপ পাকিস্তানে হবে না। বিসিসিআই-এর আপত্তির কারণেই পাকিস্তান থেকে সরে যাচ্ছে এই টুর্নামেন্ট। বিসিসিআই-এর আপত্তি থাকলেও, এশিয়া কাপ আয়োজনে মরিয়া পাকিস্তান।

এ বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা। কিন্তু শুরু থেকেই পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন নিয়ে আপত্তির কথা জানিয়ে আসছে বিসিসিআই। ফলে পাকিস্তানে এই টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে সংশয় রয়েছে। ভারতীয় দল যদি পাকিস্তানে খেলতে না যায়, তাহলে এশিয়া কাপ হবে না। বিসিসিআই যে অবস্থান বদলাবে না, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু এই পরিস্থিতিতেও এশিয়া কাপ আয়োজনে মরিয়া পাকিস্তান। হুমকি দিয়ে হোক বা আলোচনার মাধ্যমে, বিসিসিআই-কে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। কাতারের রাজধানী দোহায় লিজেন্ডস লিগ ক্রিকেট খেলতে গিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আফ্রিদি বলেছেন, ‘ভারতীয় দল যদি পাকিস্তানে খেলতে আসত, তাহলে ভালো হত। সেক্ষেত্রে ক্রিকেট ও ভারত-পাকিস্তানের সম্পর্কের উন্নতি হতে পারত। এটা যুদ্ধ ও লড়াইয়ের প্রজন্ম নয়। আমর চাই ভারত-পাকিস্তানের সম্পর্ক উন্নত হোক।’

আফ্রিদি আরও বলেছেন, 'সবাই জানে বিসিসিআই অত্যন্ত শক্তিশালী বোর্ড। ক্ষমতার সঙ্গে দায়িত্বও থাকে। সেই কারণে বিসিসিআই ও পিসিবি-র সম্পর্ক উন্নত করার চেষ্টা করা উচিত। ক্রিকেটের মাধ্যমে শত্রুতা তৈরি করা উচিত নয়। এখনও ভারতীয় দলে আমার কয়েকজন বন্ধু আছে। আমাদের দেখা হলে কথা বলি। সুরেশ রায়নার সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি ওর কাছ থেকে একটি ব্যাট চেয়ে নিই। ও আমাকে একটি ব্যাট দেয়।'

Latest Videos

পাকিস্তানের নিরাপত্তা নিয়ে আশঙ্কা নতুন নয়। অনেক দেশই পাকিস্তান সফরে যেতে চায় না। ভারতও পাকিস্তান সফরে যেতে নারাজ। আফ্রিদির অবশ্য দাবি, 'পাকিস্তানে নিরাপত্তা নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। সম্প্রতি অনেক দেশই আমাদের দেশে এসেছে। ভারত সফরে আমাদেরও হুমকির মুখে পড়তে হয়েছে। কিন্তু দু'দেশের সরকার যদি সম্মত হয়, একমাত্র তাহলেই এই সফর সম্ভব হবে। যারা চায় না ভারত সফরে যাক পাকিস্তান বা পাকিস্তান সফরে আসুক পাকিস্তান, এই সফর না হলে তাদেরই সুযোগ দেওয়া হবে। এই লোকগুলো চায় ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলা না হোক। ওদের সেই সুযোগ দেওয়া উচিত নয়। সমস্যা হল, আমরা কখনও দূরত্ব মিটিয়ে নেওয়ার জন্য আলোচনায় বসি না। রাজনীতিবিদরা আলোচনা করেন বটে কিন্তু কখনও সমস্যা মেটান না। ভারতীয় দল পাকিস্তান সফরে এলে ভালো হত। আমরা ও আমাদের সরকার ভারতের সঙ্গে ভালো সম্পর্কই চায়।'

আরও পড়ুন-

ভালো পারফরম্যান্স দেখিয়েও ছিটকে গেল গুজরাট জায়ান্টস, হতাশ দয়ালান হেমলতা

ভারতীয় ক্রিকেট দলের সুপারস্টার বিরাট কোহলি নন, চেনেন এই ব্যক্তিকে?

মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে দল কিনল মুম্বই ইন্ডিয়ানস

Share this article
click me!

Latest Videos

'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba