ভারতীয় ক্রিকেট দলের সুপারস্টার বিরাট কোহলি নন, চেনেন এই ব্যক্তিকে?
- FB
- TW
- Linkdin
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তুরস্কের অভিনেতা কেভিট সেটিন গানারের ছবি, ক্রিকেট দুনিয়ায় তোলপাড়
বিরাট কোহলির মতো দেখতে তুরস্কের অভিনেতা কেভিট সেটিন গানারকে। তাঁদের চেহারার মিল আশ্চর্য। ছবি দেখে অবাক হয়ে গিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কেভিটের ছবি।
সোশ্যাল মিডিয়ায় কেভিট সেটিন গানারের ছবি শেয়ার করেছেন পাকিস্তানি ক্রিকেটার মহম্মদ আমির
সোশ্যাল মিডিয়ায় কেভিট সেটিন গানারের ছবি শেয়ার করে বিরাট কোহলিকে ট্যাগ করেছেন পাকিস্তানের পেসার মহম্মদ আমির। তিনি লিখেছেন, 'বিরাট কোহলি ভাই, এটা কি তোমার ছবি? আমি ধন্দে পড়ে গিয়েছি।'
বিরাট কোহলির কাছাকাছিই বয়স কেভিট সেটিন গানারের, তিনি অভিনয়ের চেয়ে চেহারার জন্যই বেশি খ্যাতিমান হয়ে উঠেছেন
কেভিট সেটিন গানারের বয়স ৩৭ বছর। তিনি অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও করেন। তবে বিরাট কোহলির মতো দেখতে হওয়ার কারণেই বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন কেভিট।
২০২০ সালে পাকিস্তান সফরে গিয়েছিলেন কেভিট সেটিন গানার, সেদেশে তিনি বেশ জনপ্রিয়
তুরস্কের চলচ্চিত্র বা ওয়েব সিরিজ পাকিস্তানে অত্যন্ত জনপ্রিয়। সেই কারণে জনপ্রিয় হয়ে উঠেছেন কেভিট সেটিন গানার। পাকিস্তানে বিরাট কোহলিও বেশ জনপ্রিয়। সেই কারণেই কেভিটের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে।
বিরাট কোহলির মতো দেখতে একাধিক ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছে কিন্তু সবচেয়ে বেশি মিল কেভিট সেটিন গানারের সঙ্গেই
গৌরব অরোরা নামে এক টিকটক স্টারের সঙ্গেও বিরাট কোহলির চেহারার বেশ মিল আছে। কিন্তু তুরস্কের অভিনেতা কেভিট সেটিন গানারের সঙ্গেই বিরাটের চেহারার সবচেয়ে বেশি মিল।
বিরাট কোহলি এখন ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত
বুধবার চেন্নাইয়ে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচ। সেই ম্যাচে খেলবেন বিরাট কোহলি। এরপর আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন বিরাট।
আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচে শতরান করেন বিরাট কোহলি
৩ বছরেরও বেশি সময় পরে টেস্ট ম্যাচে শতরান করেছেন বিরাট কোহলি। আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৬ রানের অসাধারণ ইনিংস খেলেন বিরাট। তবে ওডিআই সিরিজে এখনও পর্যন্ত বড় রান পাননি বিরাট।
বিরাট কোহলির বায়োপিকে অভিনয় করার ইচ্ছাপ্রকাশ করেছেন 'আরআরআর'-খ্যাত রাম চরণ
বিখ্যাত তেলুগু অভিনেতা রাম চরণ জানিয়েছেন, তিনি বিরাট কোহলির বায়োপিকে অভিনয় করার সুযোগ পেলে খুশি হবেন। কিন্তু কেভিট সেটিন গানারকেই বিরাটের বায়োপিকে সবচেয়ে ভালো মানাবে।