Jasprit Bumrah: রবিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারেন জসপ্রীত বুমরা

Published : Sep 08, 2023, 12:29 AM ISTUpdated : Sep 08, 2023, 12:40 AM IST
Jasprit Bumrah

সংক্ষিপ্ত

প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে এসেছিলেন। তবে ফের দলে যোগ দিচ্ছেন জসপ্রীত বুমরা। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে তিনি খেলবেন।

রবিবার এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচে খেলবেন ভারতীয় দলের পেসার জসপ্রীত বুমরা। তিনি সোমবার নেপালের বিরুদ্ধে খেলতে পারেননি। প্রথম সন্তানের জন্ম উপলক্ষে দেশে ফিরে আসেন। তবে রবিবার খেলবেন এই পেসার। পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে ভারতীয় দলের দরকার। গ্রুপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বোলিং করার সুযোগ পায়নি ভারতীয় দল। কারণ, বৃষ্টির জন্য পাকিস্তানের ইনিংস শুরুই করা যায়নি। নেপালের বিরুদ্ধে মহম্মদ সিরাজ, মহম্মদ সামি, শার্দুল ঠাকুররা খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। নেপাল ২৩০ রান করে। যদিও রোহিত শর্মা ও শুবমান গিলের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে ১০ উইকেটে জয় পায় ভারত। এবার সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধেও জয়ই লক্ষ্য ভারতের।

ওডিআই বিশ্বকাপের আগে এশিয়া কাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। যে ৬টি দল এই টুর্নামেন্টে যোগ দেয়, তার মধ্যে নেপাল ছাড়া বাকি ৫টি দলই ওডিআই বিশ্বকাপে খেলছে। তার মধ্যে আফগানিস্তান সুপার ফোরের যোগ্যতা অর্জন করতে পারেনি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সুপার ফোরে খেলছে। সুপার ফোর পর্যায়ের প্রথম ম্যাচে বাংলাদেশকে সহজেই হারিয়ে দিয়েছে পাকিস্তান। শনিবার সুপার ফোর পর্যায়ের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পরদিন ভারত-পাকিস্তান ম্যাচ। ১২ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ১৫ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের তৃতীয় তথা শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সব ম্যাচ জিততে পারলে ১৭ সেপ্টেম্বর ফাইনাল খেলবে ভারত।

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামলে চোট সারিয়ে জাতীয় দলে ফেরার পর প্রথমবার ওডিআই ফর্ম্যাটে বোলিং করবেন বুমরা। আয়ারল্যান্ড সফরে টি-২০ সিরিজে ভালোই বোলিং করেন এই পেসার। তবে এখনও পর্যন্ত তিনি ওডিআই ম্যাচে বোলিং করার সুযোগ পাননি। তবে তিনি ফিট হয়ে উঠেছেন। ফলে ওডিআই ফর্ম্যাটেও এই অভিজ্ঞ পেসার ভালো পারফরম্যান্স দেখাবেন বলেই আশা টিম ম্যানেজমেন্ট।

রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ অবশ্য ভালোভাবে শেষ হবে কি না, সেটা নিয়ে সংশয় রয়েছে। কারণ, কলম্বোর আগামী ১০ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা ৬০ থেকে ১০০ শতাংশ। তাপমাত্রা থাকবে ২৪ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতাও থাকবে যথেষ্ট। ফলে ভারত-পাকিস্তান ম্যাচে ফের বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি।

আরও পড়ুন-

Asia Cup 2023: নতুন বলে পাকিস্তানের বোলাররাই সেরা, মত সুনীল গাভাসকরের

KL Rahul: অনুশীলনে কঠোর পরিশ্রম, রবিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য তৈরি হচ্ছেন রাহুল

Virat Kohli and Hardik Pandya : ভারত-নেপাল ম্যাচে সৌজন্যের পরিচয় দিলেন বিরাট-হার্দিক

PREV
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা