Indian Cricket: 'ওয়ার্কলোড' নিয়ে ভারতীয় ক্রিকেটে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সোমবার ওভাল টেস্টে জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ছাড়াই চমকপ্রদ জয় এলেও, এই পেসারের বাছাই করে ম্যাচ খেলা নিয়ে প্রশ্ন উঠেছে।

DID YOU
KNOW
?
বারবার বিশ্রামে বুমরা
চোট পাওয়া থেকে আড়াল করার জন্য পেসার জসপ্রীত বুমরাকে বিশ্রাম দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

Indian Cricket Team: তারকা ক্রিকেটারদের ইচ্ছামতো বেছে বেছে ম্যাচ খেলার প্রবণতা বন্ধ করার জন্য এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে বিসিসিআই (BCCI)। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) দলের সবার জন্য একই নিয়ম চালু করতে চাইছেন। বিশেষ করে গম্ভীর ভারতীয় দলের সংস্কৃতি বদলাতে চাইছেন। তিনি চান তারকা ক্রিকেটার, সিনিয়র ক্রিকেটারদের যে সুযোগ-সুবিধা দেওয়া হয়, তরুণ ক্রিকেটারদের জন্যও একই ব্যবস্থা চালু করা হোক। দলের সবাইকে সমান চোখে দেখা হোক। কোনও ক্রিকেটার সিনিয়র বা তারকা হওয়ার সুবাদে যাতে বাড়তি বা অন্যায্য সুবিধা না পেয়ে যান, সেটা নিশ্চিত করতে চাইছেন গম্ভীর। ইংল্যান্ড সফরের পর তিনি এ বিষয়ে নির্বাচক ও বিসিসিআই কর্তাদের কাছ থেকে সমর্থন পেতে চলেছেন।

ক্রিকেটারদের কড়া বার্তা দিচ্ছে বিসিসিআই

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, ‘আমরা আলোচনা করেছি। যে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি রয়েছে, তাঁদের সবাইকে বার্তা পাঠানো হবে। বিশেষ করে যে ক্রিকেটাররা সব ফর্ম্যাটে খেলেন, তাঁদের বলে দেওয়া হবে, অদূর ভবিষ্যতে আর বাছাই করে ম্যাচ খেলার সংস্কৃতি চলতে দেওয়া হবে না। এর অর্থ এই নয় যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে আর কোনওরকম গুরুত্ব দেওয়া হবে না। তবে অদূর ভবিষ্যতে এ বিষয়ে আরও ভাবনা-চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অবশ্যই ফাস্ট বোলারদের ওয়ার্কলোডের দিকে নজর দিতে হবে। কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের নামে কেউ গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবে না, এটা মেনে নেওয়া যায় না।’

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন গাভাসকরের

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের তীব্র সমালোচনা করে কিংবদন্তি সুনীল গাভাসকর বলেছেন, ‘তুমি যখন দেশের হয়ে খেলছো, ব্যথা-যন্ত্রণার কথা ভুলে যাও। আপনাদের কি মনে হয়, সীমান্তে জওয়ানরা ঠান্ডা নিয়ে অভিযোগ করেন? ঋষভ পন্থ আপনাদের কী দেখিয়েছে? ও ভাঙা পা নিয়ে ব্যাটিং করতে নেমেছিল। খেলোয়াড়দের কাছ থেকে এটাই আশা করা হয়। ভারতের হয়ে ক্রিকেট খেলা সম্মানের।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।