
Asia Cup 2025 Final: ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে মাঠের বাইরে লড়াইয়ে এঁটে উঠতে না পেরে মাঠের বাইরে নোংরামি চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। যে দলের ক্রিকেটাররা মাঠের মধ্যে ম্যাচ চলাকালীন গ্যালারির দিকে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানোর ভঙ্গি করেন, বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় যুদ্ধবিমান ধ্বংসের ইঙ্গিত করেন এবং তাতে ক্রিকেট বোর্ড ও দলের সমর্থন পান, সেই দেশের ক্রিকেট বোর্ড ফের এক ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) পর এবার পিসিবি-র নিশানায় আর্শদীপ সিং (Arshdeep Singh)। এই পেসারের বিরুদ্ধে আইসিসি-র (International Cricket Council) কাছে অভিযোগ দায়ের করেছে পিসিবি। রবিবার এশিয়া কাপ ফাইনালের ঠিক আগে এই চক্রান্ত করেছে পিসিবি।
পিসিবি-র অভিযোগ, চলতি এশিয়া কাপে সুপার ফোর পর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan) চলাকালীন দর্শকদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি করেন আর্শদীপ। অথচ হ্যারিস রউফ (Haris Rauf) ও সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) আইসিসি-র রোষে পড়ার পরেও তাঁদের প্রশ্রয় দিয়ে চলেছে পিসিবি। তাদের দ্বিচারিতা প্রকট হয়ে গিয়েছে। পিসিবি-র অভিযোগ, আইসিসি আচরণবিধি লঙ্ঘন করেছেন আর্শদীপ। এই পেসার অবশ্য রবিবার এশিয়া কাপ ফাইনালে ভারতের একাদশে নেই।
এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে ভারতীয় দল। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তাঁর পরিবর্তে খেলছেন আইপিএল-এ (IPL) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তারকা ব্যাটার রিঙ্কু সিং (Rinku Singh)। দলে ফিরেছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও শিবম দুবে (Shivam Dube)। একজন বোলার কমিয়ে অতিরিক্ত ব্যাটার নিয়ে খেলছে ভারতীয় দল। বুমরার সঙ্গে বোলিং আক্রমণ শুরু করতে পারেন শিবম। ফাইনালে হঠাৎ কেন বোলারের সংখ্যা কমিয়ে দেওয়া হল, তা স্পষ্ট নয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।