Asia Cup 2025 Final: এবারের এশিয়া কাপে পাকিস্তানের (Pakistan) কারও সঙ্গে করমর্দন বা সৌজন্য বিনিময় করেননি ভারতীয় ক্রিকেটাররা। রবিবার এশিয়া কাপ ফাইনাল। এই ম্যাচেও ভারতীয় দলের অবস্থান একই থাকতে পারে।

DID YOU
KNOW
?
এশিয়া কাপ ফাইনাল
রবিবার নবম এশিয়া কাপ খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামছে ভারতীয় দল। সাফল্যের বিচারে ভারতের চেয়ে অনেক পিছিয়ে পাকিস্তান।

India vs Pakistan: রবিবার নবম এশিয়া কাপ (Asia Cup 2025) জিতলে কি পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করবে ভারতীয় দল? সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, ট্রফি দেবেন মহসিন নকভি (Mohsin Naqvi)। তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) চেয়ারম্যান। ফলে তিনি যে ট্রফি দেবেন সেটাই স্বাভাবিক। কিন্তু নকভির আরও পরিচয় আছে। তিনি পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী (Pakistan's Interior Minister)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যানও নকভি। তিনি ভারত-বিরোধী হিসেবেই পরিচিত। বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল, নকভির হাত থেকে ট্রফি নেবে না ভারতীয় দল। ফলে রবিবার রাতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) এশিয়া কাপ (India vs Pakistan) ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচের পর নাটকীয় ঘটনা দেখা যেতে পারে।

ফাইনালের আগে মাঠের বাইরে লড়াই

এশিয়া কাপ ফাইনাল খেলতে নামার আগে সাম্প্রতিক ফর্ম ও দলগত শক্তির বিচারে ভারতীয় দল এগিয়ে থাকলেও, মাঠের বাইরে পাকিস্তানের সঙ্গে লড়াই চলছে। সুপার ফোর পর্যায়ের ম্যাচে পাকিস্তানের দুই ক্রিকেটার হ্যারিস রউফ (Haris Rauf) ও সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) প্ররোচনামূলক আচরণ করলেও, তাঁদের সমর্থন করছে পিসিবি। তারা উল্টে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) যাতে ফাইনালে নির্বাসিত করে আইসিসি (ICC) সেই চেষ্টা করছিলেন নকভি। ফলে তাঁর হাত থেকে ভারতীয় ক্রিকেটারদের ট্রফি নেওয়ার কথা নয়।

ফাইনালেও করমর্দন হচ্ছে না

রবিবারও টসের সময় পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আগার (Salman Ali Agha) সঙ্গে করমর্দন করছেন না সূর্যকুমার। ম্যাচের পরেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করবেন না ভারতীয় ক্রিকেটাররা। নকভির সঙ্গেও করমর্দন বা সৌজন্য বিনিময়ের প্রশ্ন নেই। প্রথমবার এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই হতে চলেছে। এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার কোনও দল চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।