এশিয়া কাপ ২০২৫: 'আমাদের জন্য হয়তো ওরা সমস্যায় পড়েছে,' পাকিস্তানকে কটাক্ষ ভারতের সহকারী কোচের

Published : Sep 23, 2025, 11:38 PM IST
India vs Pakistan Asia Cup 2025

সংক্ষিপ্ত

India vs Pakistan: চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের বিরুদ্ধে জোড়া ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল। দুই ম্যাচ ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। এবার এ বিষয়েই মুখ খুললেন ভারতীয় দলের সহকারী কোচ।

DID YOU KNOW ?
এশিয়া কাপে ভারত
এশিয়া কাপে সফলতম দল ভারত। গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর এবার খেতাব ধরে রাখাই ভারতীয় দলের লক্ষ্য।

Asia Cup 2025: চলতি এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচে (India vs Pakistan) হ্যারিস রউফের (Haris Rauf) বিতর্কিত আচরণ নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate)। তিনি মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘আমি প্রথমেই বলতে চাই, পরিস্থিতির কারণেই খেলোয়াড়দের উপর চাপ বেড়ে গিয়েছিল। আচরণ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত কঠিন। হ্যারিস যা করেছে তা আমি দেখেছি। সেটা আমাদের ভাবার বিষয় নয়। আমাদের দলের খেলোয়াড়রা যা করেছে, তার জন্য আমরা সত্যিই গর্বিত। ওরা মাঠে ব্যাট হাতে আগুনের সঙ্গে লড়াই করেছে। আমি নিশ্চিত, আমরা যা করেছি, তার জন্য অন্য দলগুলির সমস্যা হচ্ছে। কিন্তু আমাদের দলের সবাই এই টুর্নামেন্টে যেভাবে খেলছে, তাতে আমরা খুব খুশি।’

সাহিবজাদা ফারহানের সমালোচনায় দুশখাতে

রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন ভারতের যুদ্ধবিমান ধ্বংসের ভঙ্গি করেন রউফ। অর্ধশতরান করার পর গ্যালারির দিকে ব্যাট হাতে গুলি চালানোর ভঙ্গি করেন সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan)। এ প্রসঙ্গে দুশখাতে বলেছেন, ‘পরিস্থিতি অনুযায়ী ওরা কেমন আচরণ করছে এবং কী দেখাতে চাইছে, তা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদের দলের সবাই খেলায় মন দিয়েছে। আমরা কেমন  আচরণ করছি, সে বিষয়ে সবাই সচেতন ছিল। আমরা ক্রিকেট নিয়েই ব্যস্ত ছিলাম। আমরা সহজেই মেজাজ হারাতে পারতাম। যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে, পাকিস্তানের বোলিং বিভাগ থেকে যে ধরনের কথা বলা হয়েছে, তাতে আমাদের দলের সবার পক্ষে মেজাজ হারানো সহজ ছিল। কিন্তু আমাদের দলের সবাই নিজেদের কাজ ভালোভাবে করেছে এবং ম্যাচ জিতিয়েছে। তবে আমরা সেদিন সেরা ফর্মে ছিলাম না। কিছু জায়গায় উন্নতি করতে হবে। তবে তারপরেও আমরা সহজ জয় পেয়েছি।’

বুধবার জিতলেই ফাইনালে ভারত

বুধবার এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের (Bangladesh) মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচ জিতলেই সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) ফাইনালে পৌঁছে যাবেন। ফলে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ভারতীয় শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি এশিয়া কাপে ২ বার পাকিস্তানকে হারিয়েছে ভারত
এবারের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপের পর সুপার ফোরের ম্যাচেও জয় পেয়েছে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড