India vs Pakistan: ভারত-পাকিস্তানের ক্রিকেট দলের পার্থক্য ঠিক কতটা, তা রবিবার ফের বোঝা গেল। চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) গ্রুপের পর সুপার ফোরের ম্যাচেও পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত।
KNOW
Asia Cup 2025: গ্রুপের পর সুপার ফোর। চলতি এশিয়া কাপে দ্বিতীয়বার পাকিস্তানকে উড়িয়ে দিল ভারতীয় দল (India vs Pakistan)। পরপর দুই রবিবার দু'বার পাকিস্তানের বিরুদ্ধে জয় পেল ভারত। গ্রুপের ম্যাচে জয় এসেছিল সাত উইকেটে। সুপার ফোরের ম্যাচে ৬ উইকেটে জয় এল। এদিন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার (Suryakumar Yadav)। প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৭১ রান করে পাকিস্তান। টি-২০ ফর্ম্যাটে এই রান লড়াই করার মতোই। বিশেষ করে দুবাইয়ের মন্থর পিচে এই টার্গেট তাড়া করা কঠিন। কিন্তু পাকিস্তানের বোলিং আক্রমণ ভারতের ব্যাটারদের থামানোর পক্ষে যথেষ্ট নয়। এই কারণেই ফের সহজ জয় পেল ভারতীয় দল।
ফের অভিষেকের অসাধারণ ব্যাটিং
পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করলেন ভারতীয় দলের দুই ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ও শুবমান গিল (Shubman Gill)। ওপেনিং জুটিতে যোগ হয় ১০৫ রান। ৩৯ বলে ৭৪ রান করেন অভিষেক। তিনি ৬টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি মারেন। শুবমান ২৮ বলে ৪৭ রান করেন। তিনি ৮টি বাউন্ডারি মারেন। শুবমান আউট হয়ে যাওয়ার পরের ওভারেই ফিরে যান অভিষেক। এরপর সূর্যকুমারও আউট হয়ে যান। তিনি ৩ বল খেলে রান করার আগেই ফিরে যান। তবে তাতে ভারতীয় দলের জয় পেতে সমস্যা হয়নি। সঞ্জু স্যামসন (Sanju Samson) ও তিলক ভার্মা (Tilak Varma) ভারতীয় দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন। ১৭ বলে ১৩ রান করে আউট হয়ে যান সঞ্জু। এরপর তিলকের সঙ্গে ক্রিজে যোগ দেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তাঁরা জয় এনে দিলেন। তিলক ১৯ বলে ৩০ রান এবং হার্দিক ৭ বলে ৭ রান করে অপরাজিত থাকেন। ৭ বল বাকি থাকতেই জয় পেল ভারতীয় দল। ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করল ভারতীয় দল।
ভালো ব্যাটিং করেও সুবিধা হল না পাকিস্তানের
এদিন পাকিস্তানের হয়ে সর্বাধিক ৫৮ রান করেন ওপেনার সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan)। ভারতীয় দলের হয়ে ৩৩ রান দিয়ে জোড়া উইকেট নেন শিবম দুবে (Shivam Dube)। পাকিস্তান ভালোই ব্যাটিং করে। কিন্তু ভারতের ব্যাটারদের পাল্টা তাণ্ডবে উড়ে গেল পাকিস্তান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


