
India vs United Arab Emirates: দুই দল মিলিয়ে ৪০ ওভার ব্যাটিং করার কথা ছিল। সেখানে খেলা হল মোট ১৭.৪ ওভার। প্রথমে ব্যাটিং করতে নেমে ১৩.১ ওভারে ৫৭ রানে অলআউট হয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি। ৪.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৬০ রান তুলে ৯ উইকেটে ম্যাচ জিতে নিল ভারতীয় দল। এশিয়া কাপের (Asia Cup 2025) শুরুটা দুর্দান্তভাবে করল গতবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের নায়ক কুলদীপ যাদব (Kuldeep Yadav), শিবম দুবে (Shivam Dube) ও অভিষেক শর্মা (Abhishek Sharma)। শুবমান গিলও (Shubman Gill) ভালো পারফরম্যান্স দেখালেন। সংযুক্ত আরব আমিরশাহি দল কোনওরকম লড়াই করতে পারল না। ফলে অনায়াসে প্রথম ম্যাচ জিতে সুপার ফোরের দিকে এগিয়ে গেল ভারতীয় দল।
রবিবার চলতি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল (India vs Pakistan)। তার আগে ভালোভাবেই মহড়া সেরে নিলেন ভারতের বোলার ও ব্যাটাররা। বিশেষ করে বোলিং বিভাগের অসামান্য পারফরম্যান্স দেখা গেল। ২.১ ওভার বোলিং করে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট নিলেন কুলদীপ। ২ ওভার বোলিং করে ৪ রান দিয়ে ৩ উইকেট নিলেন শিবম। ওপেন করতে নেমে ১৬ বলে ৩০ রান করেন অভিষেক। তিনি জোড়া বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। ৯ বলে ২০ রান করে অপরাজিত থাকেন শুবমান। ভারতীয় দলের সহ-অধিনায়ক জোড়া বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। ২ বলে ৭ রান করে অপরাজিত থাকেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনি একটি ওভার-বাউন্ডারি মারেন।
ইংল্যান্ড সফরে (India Tour of England, 2025) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের কোনও ম্যাচেই খেলার সুযোগ পাননি কুলদীপ। তবে এশিয়া কাপের প্রথম ম্যাচে খেলার সুযোগ পেয়েই অসাধারণ পারফরম্যান্স দেখালেন এই স্পিনার। তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হলেন। শিবম, অভিষেকের পারফরম্যান্সও ভারতীয় শিবিরকে স্বস্তিতে রাখছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।