দলে ফিরেই কামাল কুলদীপ যাদবের, এশিয়া কাপের প্রথম ম্যাচে ৫৭ অলআউট সংযুক্ত আরব আমিরশাহি

Published : Sep 10, 2025, 09:27 PM IST
kuldeep yadav

সংক্ষিপ্ত

Asia Cup 2025: প্রত্যাশামতোই এশিয়া কাপের প্রথম ম্যাচে সহজ জয় পেতে চলেছে ভারতীয় দল। সহজ জয় বললে অবশ্য কম বলা হয়। প্রতিপক্ষকে দুরমুশ করে ম্যাচ জিততে চলেছে ভারতীয় দল।

DID YOU KNOW ?
৮ বারের চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ইতিহাসে সফলতম দল ভারত ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে।

India vs United Arab Emirates: ২০ ওভারের মধ্যে পুরো ১৪ ওভারও ব্যাটিং করতে পারল না সংযুক্ত আরব আমিরশাহি। বুধবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) ভারতের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট হয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি। দুই ওপেনার ছাড়া অন্য কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। ভারতীয় দলের পক্ষে ৫৮ রানের টার্গেট তাড়া করে জয় পাওযা মোটেই কঠিন হবে না। গতবার এশিয়া কাপ ফাইনালে (Asia Cup 2023 Final) শ্রীলঙ্কার বিরুদ্ধে এরকমই পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতের বোলাররা। তাঁরা এবারের এশিয়া কাপের (Asia Cup 2025) শুরুটা ঠিক সেভাবেই করলেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে মহড়া সেরে নিলেন ভারতের বোলাররা।

কুলদীপ যাদবের কামাল

ইংল্যান্ড সফরে (India Tour of England, 2025) কোনও টেস্ট ম্যাচেই খেলার সুযোগ পাননি কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তবে বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েই অসাধারণ পারফরম্যান্স দেখালেন এই স্পিনার। ২.১ ওভার বোলিং করে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট নেন কুলদীপ। ২ ওভার বোলিং করে ৪ রান দিয়ে ৩ উইকেট নেন শিবম দুবে (Shivam Dube)। ৩ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ৩ ওভার বোলিং করে ১৩ রান দিয়ে ১ উইকেট নেন অক্ষর প্যাটেল (Axar Patel)। ২ ওভার বোলিং করে ৪ রান দিয়ে ১ উইকেট নেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)।

আমিরশাহির ব্যাটিং বিপর্যয়

সংযুক্ত আরব আমিরশাহির ইনিংসের শুরুটা ভালোভাবে করেন দুই ওপেনার আলিশান শরাফু (Alishan Sharafu) ও মহম্মদ ওয়াসিম (Muhammad Waseem)। আলিশান ১৭ বলে ২২ রান করেন। অধিনায়ক ওয়াসিম ২২ বলে ১৯ রান করেন। ওপেনিং জুটিতে ২৬ রান যোগ হয়। এরপরেই আমিরশাহির ব্যাটিং লাইনআপে ধস নামে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৪
ভারতের বিরুদ্ধে পুরো ১৪ ওভারও ব্যাটিং করতে পারল না আমিরশাহি
এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে বিধ্বস্ত সংযুক্ত আরব আমিরশাহি।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম