এশিয়া কাপ ২০২৫: টসে জিতলেন সলমন আগা, প্রথমে ব্যাটিং করছে পাকিস্তান

Published : Sep 14, 2025, 07:45 PM ISTUpdated : Sep 14, 2025, 07:55 PM IST
India vs Pakistan Asia Cup 2025

সংক্ষিপ্ত

Asia Cup 2025: রবিবাসরীয় সন্ধ্যায় দুবাইয়ে (Dubai) এশিয়া কাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে পাকিস্তানের (India vs Pakistan) মুখোমুখি ভারতীয় দল। খাতায়-কলমে এগিয়ে থেকে এই ম্যাচে খেলতে নেমেছে ভারতীয় দল। তবে জিততে গেলে ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

DID YOU KNOW ?
এশিয়া কাপে এগিয়ে ভারত
এশিয়া কাপের ইতিহাসে রবিবারের আগে পর্যন্ত ১৯ বার ভারত-পাকিস্তানের লড়াই হয়েছে। ভারতীয় দল ১০ ম্যাচে জয় পেয়েছে।

India vs Pakistan: এশিয়া কাপে (Asia Cup 2025) গ্রুপ এ-র সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে পাকিস্তান। এই ম্যাচে ভারতীয় দলে কোনও বদল হয়নি। আর্শদীপ সিং (Arshdeep Singh) খেলার সুযোগ পেতে পারেন বলে জল্পনা চলছিল। কিন্তু ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জানিয়েছেন, দলে কোনও বদল হয়নি। সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে যাঁরা খেলেছিলেন, তাঁরাই পাকিস্তানের বিরুদ্ধে খেলছেন। পাকিস্তানের অধিনায়ক সলমন আগা (Salman Agha) জানিয়েছেন, তাঁদের দলেও কোনও বদল হয়নি। ওমানের (Oman) বিরুদ্ধে যাঁরা খেলেছিলেন, তাঁরাই ভারতের বিরুদ্ধে খেলছেন। পিচ দেখে মনে হচ্ছে শুকনো। ফলে স্পিনাররা সুবিধা পেতে পারেন। দুই দলেই স্পিনারের সংখ্যা বেশি। ফলে তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

দুই দলের হয়ে কারা খেলছেন?

ভারতীয় দলের হয়ে এই ম্যাচে খেলছেন- অভিষেক শর্মা (Abhishek Sharma), শুবমান গিল (Shubman Gill), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) (অধিনায়ক), তিলক ভার্মা (Tilak Varma), সঞ্জু স্যামসন (Sanju Samson) (উইকেটকিপার), শিবম দুবে (Shivam Dube), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), অক্ষর প্যাটেল (Axar Patel), কুলদীপ যাদব (Kuldeep Yadav), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। পাকিস্তানের হয়ে খেলছেন- সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan), সায়েম আয়ুব (Saim Ayub), মহম্মদ হ্যারিস (Mohammad Haris) (উইকেটকিপার), ফকর জামান (Fakhar Zaman), সলমন আগা (Salman Agha) (অধিনায়ক), হাসান নওয়াজ (Hasan Nawaz), মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz), ফাহিম আশরফ (Faheem Ashraf), শাহিন আফ্রিদি (Shaheen Afridi) ও সুফিয়ান মুকিম (Sufiyan Muqeem) ও আব্রার আহমেদ (Abrar Ahmed)।

পাকিস্তানের ব্যাটিং লাইনআপের পরীক্ষা

এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিরুদ্ধে সহজ জয় পেলেও, পাকিস্তানের ব্যাটিং লাইনআপ নিয়ে প্রশ্ন উঠেছিল। ভারতের বোলিং লাইনআপ অত্যন্ত শক্তিশালী। পাকিস্তান বড় স্কোর করতে পারবে কি না, সে বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ফলে ভারতীয় দলের জয়ের আশা উজ্জ্বল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৪
রবিবার টি-২০ ফর্ম্যাটে ভারত-পাকিস্তানের ১৪-তম লড়াই।
রবিবারের আগে পর্যন্ত টি-২০ ফর্ম্যাটে ভারত-পাকিস্তানের ১৩টি ম্যাচ হয়েছে। ভারতীয় দল ১০ ম্যাচে জয় পেয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম