India vs Pakistan: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার রাতে দুবাইয়ে (Dubai) এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। দেশজুড়ে বয়কটের (Boycott) দাবি সত্ত্বেও ম্যাচ হচ্ছে।

DID YOU
KNOW
?
বিসিসিআই-এর স্পষ্ট নীতি
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে খেলবেন না। তবে বহুদেশীয় টুর্নামেন্টে খেলবেন।

Asia Cup 2025: ভারতীয় দলের পক্ষে চলতি এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ (India vs Pakistan) বয়কট (Boycott) করা সম্ভব নয়। দেশজুড়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে এই দাবি করলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (BCCI secretary Devajit Saikia)। তিনি বলেছেন, ‘এশিয়া কাপ বহুদেশীয় টুর্নামেন্ট বলেই আমরা এই টুর্নামেন্টে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই। অলিম্পিক্স (Olympics), ফিফা টুর্নামেন্ট (FIFA tournament), এএফসি টুর্নামেন্ট (AFC tournament) বা আন্তর্জাতিক অ্যাথলেটিক্স টুর্নামেন্টের (International Athletics Tournament) মতোই এশিয়া কাপ। ফলে আমরা বহুদেশীয় টুর্নামেন্ট বয়কট করতে পারি না। কারণ, আমরা যদি এই টুর্নামেন্ট বয়কট করি, তাহলে ভবিষ্যতে আমাদের দেশে কোনও বহুদেশীয় টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। ফলে এশিয়া কাপ যেহেতু বহুদেশীয় টুর্নামেন্ট, সেই কারণেই আমরা এই টুর্নামেন্টে খেলছি। আমরা বহুদেশীয় টুর্নামেন্টে খেলব না খেলব না, সে বিষয়ে সরাসরি কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

বিসিসিআই-এর অবস্থান স্পষ্ট

পাকিস্তানের বিরুদ্ধে খেলা প্রসঙ্গে বিসিসিআই-এর অবস্থান স্পষ্ট করে দিয়ে সচিব বলেছেন, ‘এটা যদি দ্বিপাক্ষিক টুর্নামেন্ট হত, তাহলে আমরা সবসময় বলতাম, এমন কোনও দেশের সঙ্গে খেলব না যাদের সঙ্গে আমাদের দেশের সম্পর্ক ভালো নয়। পাকিস্তান সম্পর্কে বলা যায়, ২০১২-১৩ সাল থেকে আমরা ওদের বিরুদ্ধে কোনও দ্বিপাক্ষিক টুর্নামেন্টে খেলছি না।’

ম্যাচ বয়কট করলে ক্রিকেটারদের সমস্যা?

বিসিসিআই সচিব আরও বলেছেন, ‘ভারতীয় দল যদি এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করত, তাহলে খেলোয়াড়দের কেরিয়ারে তার নেতিবাচক প্রভাব পড়ত। এই কারণেই বিসিসিআই এই ম্যাচ বয়কটের বদলে খেলার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) সঙ্গে সরাসরি কোনও টুর্নামেন্ট বা সিরিজে খেলব না। পাকিস্তান আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেনি। ওরা সবসময় আমাদের দেশের বিরুদ্ধে নানা কার্যকলাপ চালিয়ে যায়।’ বিসিসিআই সচিব পাকিস্তানের বিরুদ্ধে খেলার বিষয়ে সাফাই দিলেও, অনেকেই ক্ষুব্ধ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।